মুক্ত সংবাদ : নীলফামারীর সৈয়দপুরে ট্রাঙ্ক-ড্রাম-বালতি মালিক কর্তৃক শ্রমিকদের মজুরী না বড়িয়ে উল্টো আরো ২০ টাকা মজুরী কম দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ৭ নভেম্বর দুপুরে শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালন করে বঞ্চিত শ্রমিকেরা।
উক্ত মানববন্ধন অনুষঠানে সংহতি প্রকাশ করে অংশ গ্রহন করেন ট্রাঙ্ক-ড্রাম-বালতি শ্রমিক ঐক্য সৈয়দপুর। উক্ত মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য বলেন, শ্রমিক ঐক্য জোটের নেতা শাহীন, ওয়াসিম সনু, কালু ও ওয়ার্কার্স পাটি নেতা রুহুল আমিন মাষ্টার প্রমুখ।
, ট্রাঙ্ক-ড্রাম-বালতি তৈরীর শ্রমিকদের মজুরী না বাড়িয়ে মালিক কর্তৃক পূর্বের থেকে ২০ টাকা করে কম দিচ্ছে বলে অভিযোগ করে বক্তারা বলেন, শ্রমিকরা বার বার মালিক কর্তৃপক্ষকে এ রিষয়ে অবহিত করলেও কোন কাজ হয়নি। আগেও আমরা কর্মবিরতি পালন করেছি। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে স্বারকলিপি দিয়েছি। কিন্তু কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে মানববন্ধন করছি। তার পরও যদি আমাদের দাবী মালিক পক্ষ মেনে না নেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। পূর্বের মজুরী দিয়েই আমাদের সংসার চলা কঠিন। আবার পূর্বের থেকে ২০ টাকা করে কম দেওয়া হচ্ছে। আমরা অন্য কোন পেশায় কাজ করতে পারি না। এ সুযোগ নিয়েছে মালিক পক্ষ। আমরা পূর্বের মূল্যই চাই। ৩-৪ দিনের মধ্যে দাবী মানা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।









