নীলফামারীর সৈয়দপুরেে পুলিশই জনতা আর জনতাই পুলিশ এই হৃদয়ের বন্ধন তৈরি করতে ৫নং খাতামধুপুর ইউনিয়নের সর্ব-সাধারনের সাথে এক উঠান বৈঠকের আয়োজন করে সৈয়দপুর থানাা পুলিশ । শনিবার সৈয়দপুর থানা কতৃক আয়োজিত আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আইন শৃখংলা নিয়ে ৫নং খাতামধুপুরের স্থানীয় হামুরহাটে সন্ধ্যা ৬ ঘটিকার সময় এক প্রানো-বন্দ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্টিত হয় । উক্ত অনুষ্টানটিতে সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল চৌধুরী । সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশোক কুমার পাল , সৈয়দপুর থানার অফির্সাস ইনচার্জ শাহাজাহান পাশা, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, এবং ,ইউনিয়ন পরিষদের সদস্য সহ সর্বস্তরের লোকজন। থানা পুলিশের এ ধরনের কাজের মধ্য দিয়ে পুলিশের সাথে জনতার দুরত্ব কমে আসবে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্তিতির উন্নতি ঘটবে বলে অভিঞ্জমহন মনে করেন ।









