আজ পবিত্র ঈদ এ মিলাদুন্নবী । এদিনটি মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণময় একটি দিন। ৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে জন্মগ্রহণ করে, তেষট্টি বছর পর একই দিনে পরোলোক গমন করেন মহানবী হযরত মুহম্মদ (সা.)। পুরো বিশ্ব মুসলমান সম্প্রদায় এ দিনটি যথাযোগ্য সম্মানের সাথে পালন করতে নিয়েছে নানাবিধ কর্মসুচী।
বাংলাদেশেও মুসলমান সম্প্রদায় এদিনটি সম্মানের সাথে উৎযাপন করছে । এ ধারাবহিকতায় সৈয়দপুরে যথাযোগ্য মর্যদায় ধর্মীয় ভাবগম্ভীর্য বজায় রেখে উৎসবের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সকাল থেকেই হাজারো ধর্মপ্রান মানুষ জড়ো হতে থাকে সৈয়দপুর রেলওয়ে মাঠে। দুপুর ১১ টায় এখান থেকে প্রায় ৩০ হাজার ধর্মপ্রান মানুষের বর্নাঢ্য জসনে জূলুস বের হয়ে পুরো শহর প্রদক্ষিন শেষে আবারও রেলমাঠে জড়ো হয়। দুপুর ১২টায় ভারতের উত্তর প্রদেশ থেকে আগত পীর আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ কালিম আশরাফী আল জ্বিলানী দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মসজিদ মাদ্রাসায় সারাদিন ব্যাপী মিলাদ মহফিল ও ওয়াজ মহফিল অনুষ্ঠিত হচ্ছে।









