শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করা ঠিক কিনা অথবা সপ্তাহে কতবার শ্যাম্পু করা চুলের জন্য ভালো তা নিয়ে অনেকেরই সঠিক ধারণা নেই।
এই বিষয়ে রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে চুল ও মাথার ত্বকের ভারতীয় বিশেষজ্ঞ জিত গোরের পরামর্শ অবলম্বনে চুলের যত্নে কয়েকটি দিকে এখানে তুলে ধরা হল।
প্রতিদিন শ্যাম্পু করা হলে চুলের প্রাকৃতিক তেল হারিয়ে মাথার ত্বক ও চুল শুষ্ক হয়ে যায়। প্রতিদিন খুব বেশি ঘাম, শরীরচর্চা বা বাইরে ধুলাবালির মধ্যে না গেলে নিয়মিত শ্যাম্পু করার দরকার নেই। যারা প্রতিদিন বাইরে যান, শরীরচর্চা করেন বা আর্দ্র জায়গায় থাকেন তাদের নিয়মত শ্যাম্পু করা দরকার। তবে অবশ্যই মৃদু ও পিএইচ নিয়ন্ত্রণে রাখে এমন শ্যাম্পু ব্যবহার করা উচিত।
– শ্যাম্পু চুলের পিএইচ’য়ের মাত্রা পরিবর্তন করে এবং চুলের গোড়া উন্মুক্ত করে ময়লা দূর করে। কন্ডিশনার চুলের পিএইচ সাধারণ পর্যায়ে ফিরিয়ে আনে এবং কিউটিকল আবদ্ধ করতে সাহায্য করে। তাই প্রতিবার শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করা দরকার।
Related Posts

মুক্ত ভাষা, ১৪ নভেম্বর : কোমল গোলাপি ঠোঁটের জন্য ব্যবহার করতে পারেন বেইকিং সোডা।বদভ্যাস, ধূমপান এমনকি দীর্ঘক্ষণ লিপস্টিক পরে থাকার কারণেও ঠোঁটের ক্ষতি হয়ে কালচেভাব দেখা দিতে পারে। তাছাড়া প্রাকৃতিকভাবে ...
READ MORE