প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
এক সময়ের প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এটি দশম জয়। জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ডের পর আরেকটি দলের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে জয় স্পর্শ করল দুই অঙ্ক। কিউইদের বিপক্ষে ১০ জয় ৩১টি ওয়ানডেতে। ক্যারিবিয়ানদের বিপক্ষে এলো ৩২ ওয়ানডেতে।
৮৯ বল বাকি রেখেই জয়
সৌম্যর বিদায়ের পর আর কোনো উইকেট হারাতে হলো না বাংলাদেশকে। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ জুটি দলকে নিয়ে গেলেন জয়ের ঠিকানায়। ৫ উইকেটের জয়ে বাংলাদেশ এগিয়ে গেল তিন ম্যাচের সিরিজে।
৭০ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন মুশফিক, ২১ বলে ১৪ রানে মাহমুদউল্লাহ। বাংলাদেশ জিতল ৩৫.১ ওভারেই।
লক্ষ্য এমনিতে খুব কঠিন ছিল না। তবে মন্থর ও অসমান বাউন্সের উইকেটে দুইশর কাছাকাছি রান অনেক সময়ই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। তবে সেই ঝুঁকিতে দলকে পড়তে দেয়নি বাংলাদেশের ব্যাটসম্যানরা। রান তাড়া খুব নিখুঁত ছিল না। তবে প্রথম দুই উইকেটের পরের মুহূর্ত বাদ দিলে, বাংলাদেশের জয় নিয়ে শঙ্কাও খুব একটা জাগেনি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৫.১ ওভারে ১৯৬/৫ (তামিম ১২, লিটন ৪১, ইমরুল ৪, মুশফিক ৫৫*, সাকিব ৩০, সৌম্য ১৯, মাহমুদউল্লাহ ১৪*; রোচ ৬-০-৩৫-০, চেইস ৯-১-৪৭-২, টমাস ৫-০-৩৪-০, পল ৮-০-৩৭-১, বিশু ৬.১-০-৩০-০, পাওয়েল ১-০-৭-১)।









