আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রির্টানিং কর্মকর্তাদের বাছাইয়ে বাতিল ঘোষিত মনোনয়নপত্র গুলোর আপিল আবেদনের শুনানিতে মোট ২৪৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ইসি কর্মকর্তারা জানান, শেষ দিনে অন্তত ৮৫টি, শুক্রবার ৭৮টি এবং বৃহস্পতিবার ৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ২২৭৯ জন প্রার্থীর সঙ্গে আপিলে ফিরে আসা প্রার্থীরা মিলিয়ে আড়াই হাজার প্রার্থী থাকলেন জাতীয় সংসদের তিনশ আসনের লড়াইয়ে।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ভোটের আগে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সোমবার প্রতীক বরাদ্দ হবে।
গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মোট তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে মোট দুই হাজার ৫৬৭টি এবং স্বতন্ত্র প্রার্থীদের ৪৯৮টি মনোনয়নপত্র জমা পড়ে।
প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ৭৮৬টি, তার মধ্যে ৫৪৩টি আপিল আবেদন জমা পড়ে।
মনোনয়নপত্র বাছাইয়ে বাতিলের তালিকায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র ছিল বেশি। আপিল আবেদন শুনানিতে মূলত তাদেরই প্রার্থিতা ফিরে পেয়েছে। বিএনপির অন্তত ৭৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।









