চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা হারালেন সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার সহ বিএনপির নয় প্রার্থী । এ দিন ওই ৯ প্রার্থী সহ মোট ১২ জন প্রার্থীর মনোনয়ন স্হগিত করা হয় । মনোনায়ন স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রাখায় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা। দুপুরে চেম্বার বিচারপতি নুরুজ্জামান ননীর আদালত এ আদেশ দেন।
প্রার্থিতা হারিয়েছেন ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, ঢাকা-২০ তমিজ উদ্দিন, রাজশাহী- ৫ নাদিম মোস্তফা, জামালপুর- ৪ ফরিদুল কবির তালুকদার, জয়পুরহাট-১ ফজলুর রহমান, ঝিনাইদহ- ২ এম এ আব্দুল মজিদ, বগুড়া-৭ মোরশেদ মিলটন, রাজশাহী-৬ আবু সাইদ চাঁদ, ব্রাহ্মণবাড়িয়া-৪ ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন।
এ ছাড়া রংপুর-১ আসনে মো. আসাদুজ্জামান ও ময়মনসিংহ-৮ এর স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন এবং নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের মনোনয়নপত্র বাতিলের আদেশও বহাল রেখেছে চেম্বার আদালত।
এদিকে মানিকগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী আব্দুল হামিদ ডাবলু ও সিলেট-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমেদ মজুমদারের প্রার্থীতার বৈধতা দিয়েছে হাইকোর্ট।









