আগামী ৩ জানুয়ারী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও ১০ জনুয়ারির আগেই মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনে অংশগ্রহণের নামে নাটক করেছে বিএনপি। কোন প্রচার ও এজেন্ট না থাকার কারণেই তাদের ভরাডুবি হয়েছে।
এর আগে, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের পুন:নির্বাচনের দাবি অযৌক্তিক। এটি কখনই মেনে নেয়া সম্ভব না। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখাই এখন বড় চ্যালেঞ্জ বলেও এসময় জানান ওবায়দুল কাদের।
এদিকে, নতুন সংসদ সদস্যরা ৩ জানুয়ারি শপথ নেবেন বলে জানিয়েছ্নে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দু’একদিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি।









