নীলফামারীর সৈয়দপুরে পুলিশের মাদক নির্মুল অভিযান সফল ভাবে পরিচালিত হওয়ার কারনে মাদক মুক্ত শহর প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে সৈয়দপুর থানা পুলিশ। এখন মাদক ক্রেতা-বিক্রেতার আতংকের নাম পুলিশ । আর এ বিষয়টি অবলিলায় স্বীকার করে সৈয়দপুর বাসী । এখন পুলিশের নির্ভেজান অভিযানের ফলে প্রায়ই ধরা পড়ছে মাদক বিক্রেতা ও ক্রেতারা । আর এ ধারাবাহিকতার ফলে আবারো ৩৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শহরের সিঙ্গিপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশের এটিএসআই মোস্তাক আহমেদ শহরের নতুন বাবুপাড়ার সিঙ্গিপুকুর এলাকায় মাদক বিক্রির সময় ওই এলাকার শওকত আলী (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে এক বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তারই বাসার রান্না ঘর থেকে পলিথিনে মোড়ানো আরও ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত শওকত ওই এলাকার মৃত. আক্কেল আলীর পুত্র। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা মুক্তভাষা কে বলেন,মাদক নির্মুলে আমরা অভিযান অব্যাহত রেখেছি । মাদকের সাথে কোন আপষ নয় এ নীতিতে আমরা অটল। আর যে কোন মুল্যে আমরা মাদক মুক্ত সৈয়দপুর গড়তে বদ্ধপরিকর ।









