কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ইটভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে শ্রমিকদের থাকার ঘরের ওপর পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত অবস্থায় আরও দুইজনকে পাঠানো হয়েছে হাসপাতালে।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং নামের একটি ইটভাটার এ ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান।
নিহতরা সবাই পুরুষ, তারা ওই ইট ভাটায় কাজ করতেন। তাদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা ইউনিয়নে বলে জানালেও বিস্তারিত নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে নিহতের মধ্যে ৭ জনই একে পরিবারের বলে জানা গেছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজির আহমেদ ঘটনাস্থল থেকে সাংবাদিকদেন বলেন, ওই ট্রাকে করে ভাটার জন্য কয়লা নিয়ে আসা হয়েছিল। কয়লার স্তূপের পাশেই একটি ঘরে শ্রমিকদের থাকার ব্যবস্থা করেছিল ভাটার মালিকপক্ষ। ঘটনা যখন ঘটে তখন শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন।
“ট্রাকের চালক কয়লা নামানোর জন্য ব্যাক গিয়ারে স্তূপের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি তখন উল্টে ওই ঘরের ওপর পড়ে।”
এতে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান আরেক শ্রমিক।
আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজির আহমেদ জানান।









