নীলফামারীর সৈয়দপুরে ২৬ বোতল ফেন্সিডিলসহ একটি টিভিএস এপাচি মটর সাইকেল ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ ।মঙ্গলবার রাত ৮ টার দিকে গোগন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশার নির্দেশে এস আই দিলিপ কুমারের নেতৃত্বে সংগীয় ফোর্স সৈয়দপুর শহরের বাসটারমিনাল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে মটর সাইকেলে আসা ওই যুবকদ্বয়কে আটক করে । পরে তাদের সার্চ করে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ওই ফেন্সিডিল উদ্ধারসহ ফেন্সিডিল বিক্রির নগদ ৩০৫৪০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত মটর সাইকেলটির নং দিনাজপুর ল -১১-৫৬৩৭ ।
আটক যুবকদ্বয়ের একজন জলঢাকা উপজেলার আরাজি কাঠালী বালা পাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম(২৮) ও অপর জন নীলফামারী সদরের কাশিকুমুর এলাকার দালার উদ্দিনের ছেলে সাদ্দাম হোসের(৩০) । এ ব্যপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা আসামীদ্বয়কে আটকের বিষয়ে নিশ্চিিি করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।









