এসএমসি’র সদস্যদেরকে পাশ কাটিয়ে প্রধান শিক্ষক ও সভাপতি বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম করে থাকেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এসএমসি’র একজন সদস্য জানান, এসএমসির কোন সদস্যকে না জানিয়ে বা কোন দরপত্র বিজ্ঞপ্তি ছাড়াই প্রধান শিক্ষক হেলেনা ও সভাপতি সাবের আলী যোগসাজস করে বিদ্যালয়ের মূল্যবান দুটি বটগাছ আত্মসাত করেছেন।
বিদ্যালয়ের অর্থ আত্মসাত করতেই এসএমসির সদস্যদের কোন কিছুই জানানো হয় না, বলে ওই সদস্য অভিযোগ করেন।
সরেজমিন বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক হেলেনা বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের স্বার্থে শিক্ষা অফিসারের অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে। আর কমিটি প্রসংগে তিনি বলেন, কমিটির সদস্যদের ডাকলে সাড়া পাওয়া যায় না।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মন্ডল বলেন, বিদ্যালয়ের নতুন ভবন নকশা অনুযায়ী তৈরির কারণেই গাছ কাটা হয়েছে। পরীক্ষা ও অন্যান্য কারণে ব্যতিব্যস্ত থাকায় গাছের দরপত্র ডাকা হয়নি। তবে শিগগির উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গাছ বিক্রি করা হবে।
তবে একটি সূত্র জানায়, দুটি গুড়ি ছাড়া গাছের কোন অস্তিত্বই নেই। প্রধান শিক্ষক ও সভাপতি এ অনিয়মের সাথে সরাসরি জড়িত বলে এসএমসির একাধিক সদস্য অভিযোগ করেন।









