নীলফামারী সদর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মাহমুদ উন নবী তার ছেলের জন্ম দিনে রিকসা চালকদের অপ্যায়ন করে ছেলের জন্ম দিন উদযাপন করলেন। সন্তানের জন্মদিন মানেই অপার আনন্দ-ছোট ছোট শিশুদের ভিড়, স্বজনদের ভিড়। তবে ওই পুলিশ কর্মকতার ছেলে রাইয়ান-আল-আবিদের জন্মদিন হল রিকসা চালকদের মাঝে খাবার বিতরনের মধ্য দিয়ে। নীলফামারী থানার ওসি (তদন্ত) তৈরী করলেন এক বিরল দৃষ্টান্ত।
দেশে সামাজিক দূরত্বের বিধিনিষেধের মধ্যে ছেলের জন্মদিনের অতিথি বদলে রিকসা চালকদের মাঝে খাবার বিতরন করে সবার নজর কেড়েছেন ওই ওসি (তদন্ত)।
বাসায় খিচুড়ি আর ডিম রেঁধে বৃহস্পতিবার দুপুরে শহরের সড়কের পাশে দাঁড়িয়ে তা বিলিয়ে দিলেন কর্মহীন দেড় শতাধিক রিকশা চালককে।
এ পুলিশ কর্তকর্তা বলেন,“দেশের এ পরিস্থিতে খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাই এবারে ছেলে ও পরিবারের সদস্যদের সম্মতিতে জন্মবার্ষিকীর বরাদ্দের টাকায় বাসায় খিচুড়ি আর ডিম রান্না করে ১৫০ জন রিকশাচালকের মাঝে বিতরণ করলাম।“অন্যবারের তুলনায় ছেলের এবারের জন্মবার্ষিকী পালনে বেশ তৃপ্তি পেয়েছি।’’
খাবার প্যাকেট হাতে পেয়ে হতবাগ আনন্দবাবুর পুল মোড়ের রিকাশাচালক নজরুল ইসলাম (৫৫) বলেন,
“এমন দূর দিনত কেউ কোন সাহায্য দেয়ছে না। ঘর থ্যাকি মানুষ কম বাহির হয়ছে। হামার কামাই রোজগার নাই কইলেই চলে।“পুলিশ স্যারের দেওয়া দুইটি খাবারের প্যাকেট বাড়িত নিয়া গিয়া বউ ছাওয়াক দুপুরত খাওয়াইম।”









