গাইবান্ধা জেলায় করোনা ভাইরাসের সংক্রমন রোধে অনির্দিষ্টকালের জন্য পুরো জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টা থেকে এই আদেশ কার্যকর হবে বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রামক ঝুঁকি মোকাবেলায় ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’ এর সিদ্ধান্ত, সিভিল সার্জন গাইবান্ধার সুপারিশ ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে গাইবান্ধা জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এই জেলায় জনসাধারনের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ এই জেলায় প্রবেশ করতে বা অন্য কোন জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবত থাকবে। সকল ধরনের গণপরিবহন, জনসমাগত পূর্বের ন্যায় বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতার বহির্ভূত থাকবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে এ ব্যাপারে আরও জানানো হয়, আজ বিকেল ৫টা থেকে লকডাউন আদেশ কার্যকর হবে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে গাইবান্ধাবাসীকে সুরক্ষিত রাখতে এই আদেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, আশাকরি, জেলাবাসী নিজেদের পরিবার ও আত্মীয়-স্বজনদের মঙ্গলের কথা চিন্তা করে সরকারের আদেশ মেনে অযথা ঘরের বাইরে বের হবেন না। এই সংকটময় সময়ে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন তিনি।উল্লেখ্য, আমেরিকা প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে এসে আরও তিনজনসহ মোট ৫জন আক্রান্ত হওয়ার পর গাইবান্ধার সার্বিক করোনা পরিস্থিতি আশংকাজনক হয়ে ওঠে । এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে প্রায় চার’শ মানুষকে নজরদারীতে রাখা হয়। তাদের মধ্যে দু’শতাধিক ছাড়পত্র পেয়েছেন। গত ১ মার্চ থেকে বিদেশ প্রত্যাগত রয়েছেন ৯শ’ ২৯ জন। এরমধ্যে ৪শ’ ৪৪ জনের ঠিকানা ও অবস্থান চিহ্নিত করা হয়েছে। অবশিষ্ট ৪৮৫ জন বিদেশ প্রত্যাগত ব্যক্তির অবস্থান এখনও চিহ্নিত করতে পারেননি সংশ্লিষ্টরা।
এর সাথে গত দু’দিন ধরে যুক্ত হতে শুরু করেছেন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদিসহ আশেপাশের এলাকার শ্রমজীবি মানুষ । এ পর্যন্ত দেড় শতাধিক মানুষকে গাইবান্ধা সদর থানা পুলিশ ও ৯২ জনকে ফুলছড়ি উপজেলা প্রশাসন হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছেন। আইইসিডিআর-এর তালিকা অনুযায়ী ঝুকিপূর্ণ ছিল গাইবান্দা। এই পরিস্থিতিতে লকডাউন ঘোষণার দাবিতে সোচ্চার হয়ে ওঠেন সচেতন মানুষ
Related Posts
নীলফামারীর সৈয়দপুরে চুরিকৃত গরুসহ চোরকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৩ টার সময় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুরে এ ঘটনা ঘটে। আটক চোরের নাম ফজলু ওরফে ফজু (৫৫)। সে পাশ্ববর্তী পার্বতীপুর উপজেলার ...
READ MORE
দেশে নভেল করোনাভাইরাস পরীক্ষার আওতা বাড়ানোর পর একদিনেই নতুন করে নয়জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও দুইজনের।
গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ মৃতের সংখা বেড়ে দাঁড়িয়েছে আটজনের, আক্রান্তের ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী, বাংলাদেশ জুয়েলার্স সমিতি,সৈয়দপুর শাখার উপদেষ্টা, তোফাজ্জ্বল হোসেন ডাব্বু আর নেই । সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চিরতরে চলে গেলেন তিনি ।
মঙ্গলবার দুপুর দেড়টার সময় ঢাকা ...
READ MORE
নীলফামারী জেলায় সকল ধরণের যানবাহন প্রবেশ ও বর্হিগমন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এনিয়ে প্রবেশপথ গুলোতে বসানো হয়েছে বিশেষ চেকপোষ্ট। এছাড়া জেলার অভ্যন্তরীন সড়কেও সবধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে ৭১- এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার বিকাল ৫ টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ...
READ MORE
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে বস্ত্র বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুরের ধলাগাছ ইলিয়াছের মোড়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারপুকুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মমিনুল ইসলাম ।ধলাগাছ সমাজ কল্যান সংগঠনের বর্ষপুর্তি উপলক্ষে ...
READ MORE
দেশজুড়ে চলমান করোনা সংকটের মধ্যে যে কোনো প্রকার ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের আগে স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানোর অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে ত্রাণ ও সেবা বিতরণমূলক ...
READ MORE
নীলফামারী জেলার সৈয়দপুরের কূর্তী সন্তান,৭৫ পরবর্তী ছাত্র লীগের রাজপথ কাপানো সংগ্রামী সাধারন সম্পাদক, আওয়ামীলীগ নেতা জোবায়দুল ইসলাম বিদ্যুৎ সবাইকে কাদিয়ে চলে গেলেন । শত শত মানুষের অশ্রু, শ্রদ্ধা আর ভালবাসায় ...
READ MORE
করোনাভাইরাস সংক্রামন মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রোববার দুপুরে সরকারি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগামী ১৪ ...
READ MORE
দেশে করোনা ভাইরাসে আরো ৯জন আক্রান্ত
না ফেরার দেশে চলে গেলেন সবার প্রিয় তোফাজ্জ্বল
নীলফামারী জেলায় যানবাহন প্রবেশ ও বর্হিগমন বন্ধ ঘোষনা
সৈয়দপুরে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের ইফতার পার্টি
কিশোরগঞ্জে এক চিকিৎসক করোনায় আক্রান্ত।।স্বাস্হ্য কমপ্লেক্স লকডাউন
সৈয়দপুরে বস্ত্র বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ত্রান ও সেবামুলক কাজের আগে পুলিশের অনুমতি নিতে
শ্রদ্ধা আর ভালবাসায় চির বিদায় নিলেন সাবেক ছাত্র
সাধারন ছুটির মেয়াদ বাড়ল ১৪এপ্রিল পর্যন্ত