নীলফামারীর সৈয়দপুরে করোনা প্রার্দূভাবে কর্মহীন,গরীব-অসহায় ও মধ্যেবিত্ত মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান কাজ অব্যাহত রেখে গনমানুষের আস্হার প্রতীকে পরিনত হয়েছেন,জননেতা আখতার হোসেন বাদল। মানুষের দুঃসময়ে তার এ খাদ্য সহায়তা প্রদান সৈয়দপুরে ব্যাপক সাড়া জাগিয়েছে।
সৈয়দপুরের গনমানুষের নেতা,উপজেলা আ’লীগের সভাপতি,সাবেক মেয়র পরিবহন নেতা আখতার হোসেন বাদল, করোনা ভাইরাস আক্রমন প্রাক্কাল হতে নিজ উদ্দ্যেগে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারনা,হ্যান্ডবিল বিতরন মাইকিংসহ গণ মানুষের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন।
এ ধারাবাহিকতায় সরকার অফিস-আদালতসহ মিল-কারখানা,ব্যবসা-বানিজ্য,দোকান-পাট ও গন পরিবহন বন্ধ করে কার্যত অঘোষিত লকডাউন ঘোষনা করলে বিপাকে পড়ে অসহায়-গরীব ও কর্মজীবি জনসাধারন। কর্ম বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়া গরীব-অসহায়,কর্মহীন মানুষ আয় করতে না পারায় খাদ্যাভাবে পড়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে থাকে।
আখতার হোসেন বাদল এ সময় এই গরীব-অসহায়,কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দ্বারে দ্বারে খাদ্য সহায়তা প্যাকেট পৌছে দিয়ে মানবতার ইতিহাস রচনা করে চলছেন।
সৈয়দপুরের কর্মহীন অসহায় মানুষের খাদ্যসহায়তা প্রদানের এই মহতি উদ্যেগ তাকে গনমানুষের নিকট আরো প্রিয় মানুষে পরিনত করেছে। তিনি দিন-রাত সমানভাবে মানুষের এই ক্রান্তিকালে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে খাদ্য সহায়তা প্রদান কাজ চালিয়ে যাচ্ছেন।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত সৈয়দপুরের বিভিন্ন এলাকায় কর্মহীন গরীব মানুষের বাড়ীতে তার খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে।
খাদ্য সহায়তা প্রদান কাজ সুচারু রুপে সম্পাদনের জন্য তিনি আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কতিপয় উদ্দ্যমী যুবকদের নিয়ে “স্বেচ্ছাসেবক”টিম গঠন করেছেন।
আখতার হোসেন বাদলের এ “স্বেচ্ছাসেবী” টিম গরীব-অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেওয়াসহ গরীব-অসহায়,কর্মহীনদের তালিকা প্রনয়নের কাজ করছেন। এর ফলে শান্তিপুর্নভাবে তার খাদ্য সহায়তা অল্প সময়ের মধ্যে মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতে সক্ষম হচ্ছেন।
সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন গরীব-অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের দ্বারে তিনি এ খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন।
খাদ্য সহায়তা বিতরনের এ ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর হতে মধ্যরাত পর্যন্ত তিনি সৈয়দপুর পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে দেড়শ’র অধিক পরিবারের মাঝে দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট প্রদান করেন।খাদ্য সহায়তা প্যাকেটে ছিল,চাল ৫কেজি,আলু ২কেজি ও মসুর ডাল ৫০০গ্রাম।
খাদ্য সহায়তা প্রদানকালে আরও উপস্হিত ছিলেন,ছোট ভাই ফারুক হোসেন,স্বেচ্ছাসেবক লীগ নেতা একরামুল হক মানিক,স্বেচ্ছাসেবক শামীম ইসলাম,সুমনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খাদ্য সহায়তা প্রদানকালে আখতার হোসেন বাদল,”মুক্ত ভাষা”কে বলেন,করোনা প্রার্দূভাবের প্রাক্কালে আমি ব্যাক্তি উদ্দ্যগে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারনাসহ,মাইকিং,হ্যান্ডবিল,মাস্ক,সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছি। বর্তমানে কর্মহীন,অসহায়-গরীব মানুষের মাঝে আমার নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা বিতরন কাজ চালিয়ে যাচ্ছি। করোনা প্রার্দুভাব না কমা পর্যন্ত আমি এ খাদ্য সহায়তা কাজ আমার সাধ্যমত চালিয়ে যাব।
খাদ্য সহায়তা প্রদান কালে তিনি সরকারী আদেশ-নির্দেশনা ও স্বাস্হ্য বিধি মেনে সবাইকে ঘরে থাকার আহবান জানান।









