“করোনা প্রস্হান”
-ফয়েজ আহমেদ
করোনা মহামারী,কাদছে বিশ্ব,কাদছে মানবতা
ধ্বংশ অর্থনীতি,চলছে মানবতার আহাজারী,
আক্রান্ত মানুষ মরছে যত্ত দেশ আর বিদেশে
বিপন্ন সমাজ,খাদ্য সংকট,চলছে বিশ্ব জুড়ে।
বৈশ্বিক এমন মহামারী আগেও ছিল জানি
এবার সে ধরছে চেপে, তামাম পৃথিবী
লাশের মিছিল দেশে দেশে, চলছে মহামারী
তাল পাচ্ছেনা বিশ্ব নেতা, রুখতে মহামারী।
ক্ষমতা ধর আমেরিকা কাদছে দিবা-নিশী
বিশ্বব্যাপি মহামারী,কি হবে আর জানি,
ফ্রান্স স্পেন যুক্তরাজ্যে ক্রন্দন আহাজারী
কাদছে সবাই,বিশ্ব কাদে, কান্নার পৃথিবী।
নাই কোন ঔষধ,নাই ভেকসিন,টিকা
বিজ্ঞানের ভাবনা,কোন কাজ করে না,
কিছুতে নাই সমাধান, নাই কোন অভিধান
মাবুদ তুমি ভরসা,দেখাও বাঁচার রাস্তা।
ঘরে ঘরে বিশ্ব বাসী,বসে কর মোনাজাত
দয়াল মাবুদ মাপ করে দাও, বাঁচাও সবার,
মাবুদের তরে সেজদায় মোরা, চাই পরিত্রান
রাজী-খুশি হলে মাবুদ, করোনার প্রস্হান।
Related Posts
"জাগ্রত স্বপ্ন"
-ফয়েজ আহমেদ
তোমার স্মৃতি উকি দেয়, হৃদয় আয়নায়
ভোলা যায় না,মনের গহীনে চাপা কষ্ট,
যতবার চেষ্টা করি,ভুলব তোমার স্মৃতি
জাগ্রত স্বপ্নে,সামনে এসে দাড়াও তুমি।
তোমার স্মৃতিগুলো কষ্ট দেয়,অবিরত
সুখ-স্মৃতির দিনগুলো,আজ বেদনাময়,
কষ্টের কঠিন আঘাত,জর্জরিত হাহাকার
স্মৃতির বেড়াজালে ...
READ MORE
"মানবতা"
-ফয়েজ আহমেদ।
রাস্তায় একটা জটলা দেখা যাচ্ছে।এগিয়ে যায় সুমন। একটা লোক চিৎ হয়ে পড়ে আছে। মনে হয় অজ্ঞান হয়ে গেছে। একজন বলে,লোকটা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল। অজ্ঞান পার্টি আবার কি। জানেনা ...
READ MORE
"রহিমুদ্দিনের কৃতজ্ঞতা"
( করোনা কালের একটি ছোট গল্প )
-ফয়েজ আহমেদ।
রহিমুদ্দিনের চোঁখ দিয়ে নিরবে পানি ঝড়ছে। একটা বোবা কান্না তার বুক চিড়ে বেরিয়ে আসতে চায়। কিন্তু সে কাদতে পারছেনা। রাত ৩ টা ...
READ MORE
"পল্টিবাজ"।
-- ফয়েজ আহমেদ।
জামাল সাহেব সভাপতি প্রার্থী। দলের কাউন্সিল চলছে। সভাপতি পদে আরও পাঁচ জন প্রার্থী আছেন। সভাপতি ও সম্পাদক নির্বাচিত করার জন্য ১৬৭ জন কাউন্সিলর তালিকা প্রস্তত করা আছে।
কেন্দ্রীয় ও ...
READ MORE
"কবর পেল শাবনুর"
-ফয়েজ আহমেদ।
মেয়ের সাথে ফোনে কথা বলে অঝোরে কাঁদতে থাকে আবুল হোসেন। একটি মাত্র মেয়ে তার। আর কোন ছেলে পুলে নেই। অভাবের তাড়নায় মেয়েটিকে ঢাকায় পাঠিয়েছিল আবুল হোসেন। মেয়েটিকে ...
READ MORE
"ভালবাসি হয়নি বলা"
-ফয়েজ আহমেদ।
জবা তলায় বসে বাদাম খাচ্ছে রিপন।সে একাই বসে আছে।কিছুক্ষন আগে তার সহপাঠীরা চলে গেছে। আজ কলেজে আর কোন ক্লাস নেই। বাদাম খাওয়া শেষে রিপনও চলে যাবে। রিপনের ...
READ MORE
মাসুদ পার্কে বসে আছে। রীতা মাসুদকে জরুরী ভাবে এখানে আসতে বলেছে। আজ রীতা আর মাসুদের ভালবাসার পরিনতির ফায়সালা হবে। চুড়ান্ত বোঝা-পড়া হবে।ভালবাসা নিয়ে টানপোড়েন নিষ্পতি করবে ওরা। ক'দিন থেকে রীতা ...
READ MORE
"কুলাঙ্গার"
-ফয়েজ আহমেদ।
বাঁচ্চাটা কাঁদছে। খেতে চাচ্ছে। একটু মুড়ি ছিল তা এগিয়ে দেয় জরিনা। বাঁচ্চাটা মুড়ি খাবেনা। মুড়ির বাটি হাত দিয়ে সরিয়ে দেয়। বলে মুড়ি খাব না। সে মায়ের কাছে ভাত চায়। ...
READ MORE
"ভাষা"
ফয়েজ আহমেদ
বাংলা মোদের,মায়ের ভাষা
বাংলা মোদের,হৃদয় আশা,
বাংলা ভাষায় বলি কথা
বাংলায় দেখি,স্বপ্ন আশা।
বাংলা ছিল,মায়ের ভাষা
কেড়ে নিতে,চাইলো ওরা,
মুখে মোদের,চাইলো দিতে
বসায় ওদের,নিজের ভাষা।
গর্জে উঠল,আমার ভাইরা
বাংলা রবে,মোদের ভাষা,
মিছিল-মিটিং,করছে তারা
মানবো নাতো,ওদের কথা।
চলছে এবার,মিছিল মিটিং
সামাল দেয়া,হয়েছে কঠিন,
ছাত্র-জনতা,বেধেছে ...
READ MORE
"আমি বাঙ্গালী"
-ফয়েজ আহমেদ
আমি বাঙ্গালী,বীর আমি,মহাবীর
দুঃসাহসী নির্ভীক,মৃত্যুন্জয় আমি,
ভয়,সেটা আবার কি?জানা নেইতো
আমি বঙ্গবন্বুর জ্বালাময়ী ভাষন,কবিতা।
৭মার্চের ঐতিহাসিক ডাক,নির্ভয়তা আমি
আষাঢ়ের বজ্রপাত,আমি কঠিন বজ্রশক্তি,
দুচোঁখে যুদ্ধের নেশা,আমি স্বাধীনতাকামী
বিজয় ছিনিয়ে নেয়া, রক্তিম হতিহাস আমি।
মনে নেই একাত্তর,আমি তার ...
READ MORE
ফয়েজ আহমেদ’র গল্প “মানবতা’।
ফয়েজ আহমেদ’র ছোট গল্প “রহিমুদ্দিনের কৃতজ্ঞতা”
ফয়েজ আহমেদ এর ছোট গল্প “পল্টিবাজ”।
ফয়েজ আহমেদ’র গল্প “ভালবাসি হয়নি বলা”।
ফয়েজ আহমেদ’র এর গল্প “অসম প্রেম পরিনতি”