“করোনা”
-ফয়েজ আহমেদ
করোনা,তুমিতো ভালা না
দুরত্ব এনেছ সমাজ পরিবারে
মায়ের সন্তান নিয়েছ কেড়ে
স্ত্রী করেছ পর স্বামীর কাছে
পিতাও অসহায় তোমার দ্বায়ে।
করোনা,তুমিতো ভালা না
বিশ্ব কাবু,এও তোমার যাদু
বিশ্ব অর্থনীতি ভেঙ্গেছ তুমি
বিশ্ব নেতাদের করেছ কাবু
তুমি কি যাবে না কভু।
করোনা তুমিতো ভালা না
মসজিদ মন্দির করেছ ফাকা
মক্কা মদিনায় দিয়েছ কার্ফু
ঘরকে বানিয়েছ উপসানালয়
বিশ্ব মানবতা করেছ কাবু।
করোনা তুমি তো ভালা না
মনে করনা জিতে যাবে কভু
তোমাকে হারাবে বিশ্ব প্রভু,
ডাকছি সবাই, আসবে প্রভু
পালাবে তুমি, আসবে না কভু।
Related Posts

মাসুদ পার্কে বসে আছে। রীতা মাসুদকে জরুরী ভাবে এখানে আসতে বলেছে। আজ রীতা আর মাসুদের ভালবাসার পরিনতির ফায়সালা হবে। চুড়ান্ত বোঝা-পড়া হবে।ভালবাসা নিয়ে টানপোড়েন নিষ্পতি করবে ওরা। ক'দিন থেকে রীতা ...
READ MORE
"পক্ষ"
-ফয়েজ আহমেদ
ঘটনাস্হল খাতামধুপুর,রাজনীতি সৈয়দপুরে
এমনভাবে চলতে থাকলে,ক্ষতি সবার হবে,
দুইটা পক্ষ দুই দিকে,রাজনীতি করছে জানি
স্বচ্ছ রাজনীতি চাই মোরা,নয় অপরাজনীতি।
দড়ি ধরে টানাটানি,করছে দুই প্রভাবশালী
সত্য মিথ্যার চলছে লড়াই,জানি সবাই জানি,
দোষী কিনা যাছাই করা,নয়তো কারো ...
READ MORE
"কবর পেল শাবনুর"
-ফয়েজ আহমেদ।
মেয়ের সাথে ফোনে কথা বলে অঝোরে কাঁদতে থাকে আবুল হোসেন। একটি মাত্র মেয়ে তার। আর কোন ছেলে পুলে নেই। অভাবের তাড়নায় মেয়েটিকে ঢাকায় পাঠিয়েছিল আবুল হোসেন। মেয়েটিকে ...
READ MORE
"কর রহমত"
-ফয়েজ আহমেদ।
বছর শেষে,এলো রোজা
রহমত পর্বের,চলছে পালা,
বাকী আর,একটা রোজা
সময় আছে,ধরো রোজা।
আজকে হবে,দশটা রোজা
রহমত পর্বের,শেষ রোজা,
আয় তোরা, খাই সেহরী
রহমত পেতে,রোজা রাখি।
বাকী রবে, বিশটা রোজা
মাগফেরাত পর্ব,পরের দশটা,
আল্লার দয়া, পেতে হলে
মাগফেরাত রোজা,করতে হবে।
মাগফেরাত ...
READ MORE
মাথা ভর্ত্তি একরাশ চিন্তা নিয়ে শহরের উদ্দেশ্য রওয়ানা হয় রফিক। বাড়িতে কোন টাকা নেই। বাজার যা আছে দু'এক দিনে শেষ হয়ে যাবে। এদিকে এখন তার পকেটে আছে মাত্র পঞ্চাস টাকা। ...
READ MORE
মায়ের শরীরটা ভাল নেই। অনেক ডাক্তার দেখানে হয়েছে। কিছুতেই সেরে উঠছেনা মায়ের শরীর। মায়ের শরীরের চিন্তায় ভাল নেই জিলানীর মন। সব সময় মায়ের সেরে ওঠা নিয়ে চিন্তায় মগ্ন থাকে জিলানী। ...
READ MORE
"ফাঁপরবাজ নেতা"।
( ফয়েজ আহমেদ এর নির্বাচনী ছোট গল্প)
তামান্না মোড়ে চলছে নির্বাচনী পথ সভা। পথ সভা রুপ নিয়েছে এক প্রকার জনসভায়। চারিদিকে শুধু মানুষ। রংপুর রোডটি জানজটে পরিনত হয়েছে। জানজট নিরসনে ...
READ MORE
বৃদ্ধা শ্বাশুড়ী আর ছয় মাসের শিশু পুত্র নিয়ে খুব খাদ্য সংকটে আছে রহিমা বেওয়া। বাঁচ্চাটা শরীরে আসার তিনমাস পর মারা যায় রহিমার স্বামী কুবের আলী। স্বামীর মৃত্যুর পর শ্বাশুড়ী পোনা মাই ...
READ MORE
"জাগ্রত স্বপ্ন"
-ফয়েজ আহমেদ
তোমার স্মৃতি উকি দেয়, হৃদয় আয়নায়
ভোলা যায় না,মনের গহীনে চাপা কষ্ট,
যতবার চেষ্টা করি,ভুলব তোমার স্মৃতি
জাগ্রত স্বপ্নে,সামনে এসে দাড়াও তুমি।
তোমার স্মৃতিগুলো কষ্ট দেয়,অবিরত
সুখ-স্মৃতির দিনগুলো,আজ বেদনাময়,
কষ্টের কঠিন আঘাত,জর্জরিত হাহাকার
স্মৃতির বেড়াজালে ...
READ MORE
শুধু গ্রামে নয়,আশে পাশের আরো দশ গ্রামে আবিরের নাম প্রচার হয়ে গেছে। দশ গ্রামের লোক আজ আবিরকে আলাদা চোঁখে দেখছেন। তাকে সমীহ করছেন,ভালবেসে আবির ভাই বলে সম্বোধন করছেন। আবির আজ ...
READ MORE