“করোনা”
-ফয়েজ আহমেদ
করোনা,তুমিতো ভালা না
দুরত্ব এনেছ সমাজ পরিবারে
মায়ের সন্তান নিয়েছ কেড়ে
স্ত্রী করেছ পর স্বামীর কাছে
পিতাও অসহায় তোমার দ্বায়ে।
করোনা,তুমিতো ভালা না
বিশ্ব কাবু,এও তোমার যাদু
বিশ্ব অর্থনীতি ভেঙ্গেছ তুমি
বিশ্ব নেতাদের করেছ কাবু
তুমি কি যাবে না কভু।
করোনা তুমিতো ভালা না
মসজিদ মন্দির করেছ ফাকা
মক্কা মদিনায় দিয়েছ কার্ফু
ঘরকে বানিয়েছ উপসানালয়
বিশ্ব মানবতা করেছ কাবু।
করোনা তুমি তো ভালা না
মনে করনা জিতে যাবে কভু
তোমাকে হারাবে বিশ্ব প্রভু,
ডাকছি সবাই, আসবে প্রভু
পালাবে তুমি, আসবে না কভু।
Related Posts

"হাঁস বিড়ালে খাইছে"
- ফয়েজ আহমেদ।
(বর্তমান প্রেক্ষাপটের একটি ছোট গল্প)
সেদিন ছিল সোমবার। ফকিরের হাট। সজিব হাটে গিয়ে হাস কিনবে। হাসের মাংস খুব প্রিয় সজিবের। বাজারের ব্যাগ নিয়ে মটরসাইকেল স্টার্ট দিয়ে হাটের ...
READ MORE
"বঙ্গবন্ধু" জাতির চেতনার নাম
-ফয়েজ আহমেদ
বঙ্গবন্ধু,চেতনার নাম,জাগ্রত অনুভুতি
বাংলার ইতিহাস,লাল সবুজের বেষ্টনি,
মুক্তির মহানায়ক,জনতার হৃদয় মনি
আর্দশিক মানব,জাতির আলোক রশ্মি।
বঙ্গবন্ধু, রুপকার এই বাংলা পতাকার
স্বাধীনতার স্হপতি,বিজয় মালা গাথার,
শোষন-বঞ্চনা, রুখতে মানব মেশিন
গণআস্হা তুমি,শোষিত জাতির মহাবীর।
বঙ্গবন্ধু, পরাধীনতার ...
READ MORE
"নেতা"
-ফয়েজ আহমেদ
নেতা,তুমি করনি সেবা,করেছ অবহেলা
আদর্শচূত হয়েছ তুমি,পালন করনি ওয়াদা,
নীতি ভেঙ্গেছ তুমি,নৈতিকতা দিছ বলি
জনতাকে দিছ ধোকা,শপথ ভেঙ্গে তুমি।
নেতা,পাশে রবে বলে,দুরে কেন আছ
তোমার দেয়া অঙ্গীকার,ভুলে কেন গেছ,
আশার বানী অনেক দিছ,ভুলে তা কি ...
READ MORE
"ভাষা"
ফয়েজ আহমেদ
বাংলা মোদের,মায়ের ভাষা
বাংলা মোদের,হৃদয় আশা,
বাংলা ভাষায় বলি কথা
বাংলায় দেখি,স্বপ্ন আশা।
বাংলা ছিল,মায়ের ভাষা
কেড়ে নিতে,চাইলো ওরা,
মুখে মোদের,চাইলো দিতে
বসায় ওদের,নিজের ভাষা।
গর্জে উঠল,আমার ভাইরা
বাংলা রবে,মোদের ভাষা,
মিছিল-মিটিং,করছে তারা
মানবো নাতো,ওদের কথা।
চলছে এবার,মিছিল মিটিং
সামাল দেয়া,হয়েছে কঠিন,
ছাত্র-জনতা,বেধেছে ...
READ MORE
"মেয়টাকে ভাল রেখ"
-ফয়েজ আহমেদ।
রাত দু'টো বাজে। হাইওয়ে ডিউটি চলছে। হঠাৎ ফোনটা বেজে ওঠল। এত রাতে কে ফোন করছে। আরিফ পকেট থেকে ফোনটা বের করে। বাড়ী থেকে ফোন। স্ত্রী মাজেদা করেছে।এত রাতে ...
READ MORE
কোভিড-১৯"
-ফয়েজ আহমেদ
বিশ্ব এখন অচল অসাড়
উৎপাদনের চাকা বেকার
উন্নয়ন ধারা থমকে আছে
কোভিড-১৯ ত্রাস চালাচ্ছে।
চলেনা আর গাড়ী ঘোড়া
ব্যবসা-বানিজ্যে দৈনদশা
মেশিন গুলো ধোয়া মোছা
দোকান-পাটে নাই সওদা।
বিশ্ব বাজার সাটার ডাউন
বিমান-জাহায লক ডাউন
মৃত্যুর মিছিল যখন তখন
বিশ্বে এখন ...
READ MORE
"রাজ যোটক"
-ফয়েজ আহমেদ।
(ছোট একটি প্রেমের গল্প)
বিকালের ফ্লাইটে সৈয়দপুর আসছে পল্লবী। খবরটা শুনে ...
READ MORE
যুদ্ধ চাই"
-ফয়েজ আহমেদ
যুদ্ধ চাই,ভৌগলিক রেখার নয়
স্বাধীনতা চাই,সেই পতাকার নয়,
সংগ্রাম চাই,রুখতে,অশুভ ব্যাধি
আরেকটি যুদ্ধ চাই,করতে শুদ্ধির।
যুদ্ধ চাই আনতে,শুভ রাজনীতি
অফিস-আদালত হবে,মুক্ত র্দূনীতি,
সামাজিক স্তরে চাই,প্রকৃত সেবা
যুদ্ধ চাই মোরা,সুশাসন প্রতিষ্ঠার।
যুদ্ধ চাই,আনতে মানবতার সুদিন
গাইবে সবাই,মানবিক গান ...
READ MORE
"স্বাধীনতার রুপকার"
-ফয়েজ আহমেদ।
বাংলাদেশ একদিন স্বাধীন ছিলনা। ছিল পরাধীন। নাম ছিল পুর্ব পাকিস্থান। ইংরেজ শাসনের অবসানের পর ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দু'টি রাষ্ট্রের জন্ম হয়। একটি ভারত ও অপরটি পাকিস্থান। পাকিস্থান ...
READ MORE
"কুলাঙ্গার"
-ফয়েজ আহমেদ।
বাঁচ্চাটা কাঁদছে। খেতে চাচ্ছে। একটু মুড়ি ছিল তা এগিয়ে দেয় জরিনা। বাঁচ্চাটা মুড়ি খাবেনা। মুড়ির বাটি হাত দিয়ে সরিয়ে দেয়। বলে মুড়ি খাব না। সে মায়ের কাছে ভাত চায়। ...
READ MORESpread the love