“জাগ্রত স্বপ্ন”
-ফয়েজ আহমেদ
তোমার স্মৃতি উকি দেয়, হৃদয় আয়নায়
ভোলা যায় না,মনের গহীনে চাপা কষ্ট,
যতবার চেষ্টা করি,ভুলব তোমার স্মৃতি
জাগ্রত স্বপ্নে,সামনে এসে দাড়াও তুমি।
তোমার স্মৃতিগুলো কষ্ট দেয়,অবিরত
সুখ-স্মৃতির দিনগুলো,আজ বেদনাময়,
কষ্টের কঠিন আঘাত,জর্জরিত হাহাকার
স্মৃতির বেড়াজালে বন্দি, ভঙ্গুর হৃদয়।
সুখ-স্বপ্ন বোনা হৃদয়ের,অভিলাশ
তুমি জানতে,বোঝনি,চেষ্টাও করনি
আমার চাওয়া-পাওয়ার অনুভতি
তোমাকে আর্কষন করেছে,সাময়িক।
আজও তোমার স্মৃতি,কেন মনে হয়
জাগ্রত স্বপ্নে তোমাকে,কেন দেখি,
উত্তর মিলে না,ভাবনা ছেদ খায়,অবিরত
কঠিন এ বাস্তবতায়,আমি শুধু ভাবি।
ভাবনার জগতে তোমার মুখ,ভেসে ওঠে
বহিঃষ্কার করতে চাই,হৃদয়েই বাধা আসে,
কোন অসম্ভব মায়া,নেশা,আসক্তি,বুঝিনা
অনিচ্ছা সত্বেও,জাগ্রত স্বপ্নে শুধু তুমি।
Related Posts

মায়ের শরীরটা ভাল নেই। অনেক ডাক্তার দেখানে হয়েছে। কিছুতেই সেরে উঠছেনা মায়ের শরীর। মায়ের শরীরের চিন্তায় ভাল নেই জিলানীর মন। সব সময় মায়ের সেরে ওঠা নিয়ে চিন্তায় মগ্ন থাকে জিলানী। ...
READ MORE
"আজব স্বপ্ন"
-ফয়েজ আহমেদ।
গ্রামের নাম কাজলীয়া। সবুজ ঘেরা সুন্দর একটি গ্রাম। যতদুর চোঁখ যায়,শুধু প্রকৃতিক সবুজ লীলা ভূমি। গ্রমের লোকজন অত্যান্ত শান্তি প্রিয়। তারা সকলে ওই গ্রামে মিলে মিশে বসবাস করেন। ...
READ MORE
গ্রামে গঞ্জে ভিক্ষা করেন ছকিনা বেওয়া। বয়স তার ষাট পেরিয়েছে অনেক আগেই। স্বামীও মারা যাওয়ার প্রায় পনের বছর। হয়নি কোন বয়স্ক কিংবা বিধবা ভাতা।দুই ছেলের সংসারে বউদের নাকানি-চুবানি খেয়েও ভালই ...
READ MORE
"চুলকানী"।
-ফয়েজ আহমেদ।
দলের নিকট বারবার ধর্না দিয়েও নমিনেশন পেলেন না কামরুল সাহেব। মোটা অংকের টাকাও দিয়েছেন,তবুও গলাতে পারেননি মন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনভাবেই কামরুল সাহেবকে নমিনেশন আর দিলেন না। দীর্ঘ দিনের পরিক্ষীত,কর্মী ...
READ MORE
"স্বাধীনতার রুপকার"
-ফয়েজ আহমেদ।
বাংলাদেশ একদিন স্বাধীন ছিলনা। ছিল পরাধীন। নাম ছিল পুর্ব পাকিস্থান। ইংরেজ শাসনের অবসানের পর ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দু'টি রাষ্ট্রের জন্ম হয়। একটি ভারত ও অপরটি পাকিস্থান। পাকিস্থান ...
READ MORE
"করোনা"
-ফয়েজ আহমেদ
করোনা,তুমিতো ভালা না
দুরত্ব এনেছ সমাজ পরিবারে
মায়ের সন্তান নিয়েছ কেড়ে
স্ত্রী করেছ পর স্বামীর কাছে
পিতাও অসহায় তোমার দ্বায়ে।
করোনা,তুমিতো ভালা না
বিশ্ব কাবু,এও তোমার যাদু
বিশ্ব অর্থনীতি ভেঙ্গেছ তুমি
বিশ্ব নেতাদের করেছ কাবু
তুমি কি যাবে ...
READ MORE
"মেয়টাকে ভাল রেখ"
-ফয়েজ আহমেদ।
রাত দু'টো বাজে। হাইওয়ে ডিউটি চলছে। হঠাৎ ফোনটা বেজে ওঠল। এত রাতে কে ফোন করছে। আরিফ পকেট থেকে ফোনটা বের করে। বাড়ী থেকে ফোন। স্ত্রী মাজেদা করেছে।এত রাতে ...
READ MORE
"দ্বি-চারিনী"
ফয়েজ আহমেদ।
রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটি পরিচিত নারী কন্ঠ ভেসে আসে সাকিলের কানে। কন্ঠটা রাস্তার পাশের ওই বাড়ীটা থেকে আসছে। বাড়ীটা সাকিলের পরিচিত। আব্দুল হকের বাড়ী। সাকিলের এক কাছের ...
READ MORE
"পল্টিবাজ"।
-- ফয়েজ আহমেদ।
জামাল সাহেব সভাপতি প্রার্থী। দলের কাউন্সিল চলছে। সভাপতি পদে আরও পাঁচ জন প্রার্থী আছেন। সভাপতি ও সম্পাদক নির্বাচিত করার জন্য ১৬৭ জন কাউন্সিলর তালিকা প্রস্তত করা আছে।
কেন্দ্রীয় ও ...
READ MORE
"আমি বাঙ্গালী"
-ফয়েজ আহমেদ
আমি বাঙ্গালী,বীর আমি,মহাবীর
দুঃসাহসী নির্ভীক,মৃত্যুন্জয় আমি,
ভয়,সেটা আবার কি?জানা নেইতো
আমি বঙ্গবন্বুর জ্বালাময়ী ভাষন,কবিতা।
৭মার্চের ঐতিহাসিক ডাক,নির্ভয়তা আমি
আষাঢ়ের বজ্রপাত,আমি কঠিন বজ্রশক্তি,
দুচোঁখে যুদ্ধের নেশা,আমি স্বাধীনতাকামী
বিজয় ছিনিয়ে নেয়া, রক্তিম হতিহাস আমি।
মনে নেই একাত্তর,আমি তার ...
READ MORE