“ভাষা”
ফয়েজ আহমেদ
বাংলা মোদের,মায়ের ভাষা
বাংলা মোদের,হৃদয় আশা,
বাংলা ভাষায় বলি কথা
বাংলায় দেখি,স্বপ্ন আশা।
বাংলা ছিল,মায়ের ভাষা
কেড়ে নিতে,চাইলো ওরা,
মুখে মোদের,চাইলো দিতে
বসায় ওদের,নিজের ভাষা।
গর্জে উঠল,আমার ভাইরা
বাংলা রবে,মোদের ভাষা,
মিছিল-মিটিং,করছে তারা
মানবো নাতো,ওদের কথা।
চলছে এবার,মিছিল মিটিং
সামাল দেয়া,হয়েছে কঠিন,
ছাত্র-জনতা,বেধেছে জোট
ভাষার প্রশ্নে,নেই আপোষ।
মিছিল-মিটিং,কাপছে দেশ
রাষ্ট্র ভাষা,বাংলার রেশ,
মায়ের ভাষা,রুখবে কারা
জীবন যাবে,দেবনা ভাষা।
জানতো ওরা,কাড়লে ভাষা
গোলাম হবে,এই বাংলা,
শিক্ষা-দীক্ষা,ধ্বংশ হলে
ওই জাতী,গোলাম রবে।
ওদের ছিল,সেই অভিলাস
বাংলা হবে,তাদের দ্বাস,
জীবন দিল,আমার ভাই
মায়ের ভাষায়,আপোষ নাই।
Related Posts

"রাজ যোটক"
-ফয়েজ আহমেদ।
(ছোট একটি প্রেমের গল্প)
বিকালের ফ্লাইটে সৈয়দপুর আসছে পল্লবী। খবরটা শুনে ...
READ MORE
"বঙ্গবন্ধু" জাতির চেতনার নাম
-ফয়েজ আহমেদ
বঙ্গবন্ধু,চেতনার নাম,জাগ্রত অনুভুতি
বাংলার ইতিহাস,লাল সবুজের বেষ্টনি,
মুক্তির মহানায়ক,জনতার হৃদয় মনি
আর্দশিক মানব,জাতির আলোক রশ্মি।
বঙ্গবন্ধু, রুপকার এই বাংলা পতাকার
স্বাধীনতার স্হপতি,বিজয় মালা গাথার,
শোষন-বঞ্চনা, রুখতে মানব মেশিন
গণআস্হা তুমি,শোষিত জাতির মহাবীর।
বঙ্গবন্ধু, পরাধীনতার ...
READ MORE
"পক্ষ"
-ফয়েজ আহমেদ
ঘটনাস্হল খাতামধুপুর,রাজনীতি সৈয়দপুরে
এমনভাবে চলতে থাকলে,ক্ষতি সবার হবে,
দুইটা পক্ষ দুই দিকে,রাজনীতি করছে জানি
স্বচ্ছ রাজনীতি চাই মোরা,নয় অপরাজনীতি।
দড়ি ধরে টানাটানি,করছে দুই প্রভাবশালী
সত্য মিথ্যার চলছে লড়াই,জানি সবাই জানি,
দোষী কিনা যাছাই করা,নয়তো কারো ...
READ MORE
"মানবতা"
-ফয়েজ আহমেদ।
রাস্তায় একটা জটলা দেখা যাচ্ছে।এগিয়ে যায় সুমন। একটা লোক চিৎ হয়ে পড়ে আছে। মনে হয় অজ্ঞান হয়ে গেছে। একজন বলে,লোকটা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল। অজ্ঞান পার্টি আবার কি। জানেনা ...
READ MORE
"হাঁস বিড়ালে খাইছে"
- ফয়েজ আহমেদ।
(বর্তমান প্রেক্ষাপটের একটি ছোট গল্প)
সেদিন ছিল সোমবার। ফকিরের হাট। সজিব হাটে গিয়ে হাস কিনবে। হাসের মাংস খুব প্রিয় সজিবের। বাজারের ব্যাগ নিয়ে মটরসাইকেল স্টার্ট দিয়ে হাটের ...
READ MORE
"কবর পেল শাবনুর"
-ফয়েজ আহমেদ।
মেয়ের সাথে ফোনে কথা বলে অঝোরে কাঁদতে থাকে আবুল হোসেন। একটি মাত্র মেয়ে তার। আর কোন ছেলে পুলে নেই। অভাবের তাড়নায় মেয়েটিকে ঢাকায় পাঠিয়েছিল আবুল হোসেন। মেয়েটিকে ...
READ MORE
"ভালবাসি হয়নি বলা"
-ফয়েজ আহমেদ।
জবা তলায় বসে বাদাম খাচ্ছে রিপন।সে একাই বসে আছে।কিছুক্ষন আগে তার সহপাঠীরা চলে গেছে। আজ কলেজে আর কোন ক্লাস নেই। বাদাম খাওয়া শেষে রিপনও চলে যাবে। রিপনের ...
READ MORE
"আজব স্বপ্ন"
-ফয়েজ আহমেদ।
গ্রামের নাম কাজলীয়া। সবুজ ঘেরা সুন্দর একটি গ্রাম। যতদুর চোঁখ যায়,শুধু প্রকৃতিক সবুজ লীলা ভূমি। গ্রমের লোকজন অত্যান্ত শান্তি প্রিয়। তারা সকলে ওই গ্রামে মিলে মিশে বসবাস করেন। ...
READ MORE
"মেয়টাকে ভাল রেখ"
-ফয়েজ আহমেদ।
রাত দু'টো বাজে। হাইওয়ে ডিউটি চলছে। হঠাৎ ফোনটা বেজে ওঠল। এত রাতে কে ফোন করছে। আরিফ পকেট থেকে ফোনটা বের করে। বাড়ী থেকে ফোন। স্ত্রী মাজেদা করেছে।এত রাতে ...
READ MORE
যুদ্ধ চাই"
-ফয়েজ আহমেদ
যুদ্ধ চাই,ভৌগলিক রেখার নয়
স্বাধীনতা চাই,সেই পতাকার নয়,
সংগ্রাম চাই,রুখতে,অশুভ ব্যাধি
আরেকটি যুদ্ধ চাই,করতে শুদ্ধির।
যুদ্ধ চাই আনতে,শুভ রাজনীতি
অফিস-আদালত হবে,মুক্ত র্দূনীতি,
সামাজিক স্তরে চাই,প্রকৃত সেবা
যুদ্ধ চাই মোরা,সুশাসন প্রতিষ্ঠার।
যুদ্ধ চাই,আনতে মানবতার সুদিন
গাইবে সবাই,মানবিক গান ...
READ MORESpread the love