কোভিড-১৯”
-ফয়েজ আহমেদ
বিশ্ব এখন অচল অসাড়
উৎপাদনের চাকা বেকার
উন্নয়ন ধারা থমকে আছে
কোভিড-১৯ ত্রাস চালাচ্ছে।
চলেনা আর গাড়ী ঘোড়া
ব্যবসা-বানিজ্যে দৈনদশা
মেশিন গুলো ধোয়া মোছা
দোকান-পাটে নাই সওদা।
বিশ্ব বাজার সাটার ডাউন
বিমান-জাহায লক ডাউন
মৃত্যুর মিছিল যখন তখন
বিশ্বে এখন কান্না ওপেন।
কোভিড-১৯ হানা দিয়েছে
মৃত্যুর মিছিল বেড়ে গেছে,
নিত্য নতুন সংক্রমন হার
বিশ্ব বাসীর মাথায় বাজ।
কোভিড-১৯ রুখতে পারে
এমন ঔষধ হয়নি জোগাড়,
নতুন করে ভাবছে সবাই
উপায় কোন হয়না আর।
ঔষধ পত্র করতে জোগাড়
দুইটা বছর আরো দরকার,
বিজ্ঞানী গনের এই অভিমত
ততদিনে তামাম বিশ্ব সাবার।
কোভিড থেকে বাঁচতে হলে
সামাজিক দুরত্ব মেনে চলে,
ঘরে থেকে করলে লড়াই
কোভিড-১৯ বিদায় এবার।
Related Posts

"আমি বাঙ্গালী"
-ফয়েজ আহমেদ
আমি বাঙ্গালী,বীর আমি,মহাবীর
দুঃসাহসী নির্ভীক,মৃত্যুন্জয় আমি,
ভয়,সেটা আবার কি?জানা নেইতো
আমি বঙ্গবন্বুর জ্বালাময়ী ভাষন,কবিতা।
৭মার্চের ঐতিহাসিক ডাক,নির্ভয়তা আমি
আষাঢ়ের বজ্রপাত,আমি কঠিন বজ্রশক্তি,
দুচোঁখে যুদ্ধের নেশা,আমি স্বাধীনতাকামী
বিজয় ছিনিয়ে নেয়া, রক্তিম হতিহাস আমি।
মনে নেই একাত্তর,আমি তার ...
READ MORE
"হাঁস বিড়ালে খাইছে"
- ফয়েজ আহমেদ।
(বর্তমান প্রেক্ষাপটের একটি ছোট গল্প)
সেদিন ছিল সোমবার। ফকিরের হাট। সজিব হাটে গিয়ে হাস কিনবে। হাসের মাংস খুব প্রিয় সজিবের। বাজারের ব্যাগ নিয়ে মটরসাইকেল স্টার্ট দিয়ে হাটের ...
READ MORE
"রাজ যোটক"
-ফয়েজ আহমেদ।
(ছোট একটি প্রেমের গল্প)
বিকালের ফ্লাইটে সৈয়দপুর আসছে পল্লবী। খবরটা শুনে ...
READ MORE
"পল্টিবাজ"।
-- ফয়েজ আহমেদ।
জামাল সাহেব সভাপতি প্রার্থী। দলের কাউন্সিল চলছে। সভাপতি পদে আরও পাঁচ জন প্রার্থী আছেন। সভাপতি ও সম্পাদক নির্বাচিত করার জন্য ১৬৭ জন কাউন্সিলর তালিকা প্রস্তত করা আছে।
কেন্দ্রীয় ও ...
READ MORE
"ভালবাসি হয়নি বলা"
-ফয়েজ আহমেদ।
জবা তলায় বসে বাদাম খাচ্ছে রিপন।সে একাই বসে আছে।কিছুক্ষন আগে তার সহপাঠীরা চলে গেছে। আজ কলেজে আর কোন ক্লাস নেই। বাদাম খাওয়া শেষে রিপনও চলে যাবে। রিপনের ...
READ MORE
পুর্বসুরী"
ফয়েজ আহমেদ
পলাশীর প্রান্তর,একটি যুদ্ধ
যুদ্ধ নয়,এক প্রহসন,চাতুরতা,
মীর জাফরের প্রতারনা,লোভ
দুশো বছর,পরাধীনতার গ্লানী।
ক্লাইভ চাল,বেঈমানী,স্বার্থপরতা
নবাব সিরাজ,বাংলার স্বর্কীয়তা,
স্বাধীনতার রক্তিম সুর্য, অস্তমিত
স্বার্থক মীর জাফর, অভিপ্রায়।
যুদ্ধ হয়নি, খন্ড নাটক মঞ্চায়ন
মোহন লাল,ঊর্মি চাদ কুপোকাত,
সম্ভব হয়নি,বেঈমান সেনাপতি
প্রতারনা,বাংলা শাসন হারায়।
পলাশী ...
READ MORE
"মানবতা"
-ফয়েজ আহমেদ।
রাস্তায় একটা জটলা দেখা যাচ্ছে।এগিয়ে যায় সুমন। একটা লোক চিৎ হয়ে পড়ে আছে। মনে হয় অজ্ঞান হয়ে গেছে। একজন বলে,লোকটা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল। অজ্ঞান পার্টি আবার কি। জানেনা ...
READ MORE
"জাগ্রত স্বপ্ন"
-ফয়েজ আহমেদ
তোমার স্মৃতি উকি দেয়, হৃদয় আয়নায়
ভোলা যায় না,মনের গহীনে চাপা কষ্ট,
যতবার চেষ্টা করি,ভুলব তোমার স্মৃতি
জাগ্রত স্বপ্নে,সামনে এসে দাড়াও তুমি।
তোমার স্মৃতিগুলো কষ্ট দেয়,অবিরত
সুখ-স্মৃতির দিনগুলো,আজ বেদনাময়,
কষ্টের কঠিন আঘাত,জর্জরিত হাহাকার
স্মৃতির বেড়াজালে ...
READ MORE
"নিষ্ঠুর করোনা"
ফয়েজ আহমেদ।
দু'চোঁখ দিয়ে নিরবে গড়িয়ে পড়ছে অশ্রু। কিছুতেই থামাতে পারছেন না জোসনা বেগম। তার বুক চিড়ে বোবা কান্না বেড়িয়ে আসছে। ইচ্ছা করছে চিৎকার করে কান্না করতে। তাও পারছেন না। ...
READ MORE
মাসুদ পার্কে বসে আছে। রীতা মাসুদকে জরুরী ভাবে এখানে আসতে বলেছে। আজ রীতা আর মাসুদের ভালবাসার পরিনতির ফায়সালা হবে। চুড়ান্ত বোঝা-পড়া হবে।ভালবাসা নিয়ে টানপোড়েন নিষ্পতি করবে ওরা। ক'দিন থেকে রীতা ...
READ MORESpread the love