নীলফামারীর সৈয়দপুরে করোনা ভাইরাস প্রার্দূভাবে কর্মহীন,অসহায়-গরীব মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন, উপজেলা জাতীয় পার্টির (এ) যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. সুরত আলী বাবু।
শুক্রবার বিকেলে উপজেলা কামারপুকুর ইউয়িনের ১ নং ওয়ার্ড ধলাগাছ পশ্চিমপাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে ওই খাদ্য সহায়তা বিতরন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন দিশারীর সহযোগিতায় ওই খাদ্য সহায়তা বিতরন করা হয়।
জাতীয় পার্টি (এ) সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. সুরত আলী উপস্থিত থেকে এলাকার প্রায় দু’শো কর্মহীন, অসহায় দুস্থ্য পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল,চাল,ডাল,ছোলা,তেল,মুড়ি ও বিভিন্ন ধরনের সব্জি।
খাদ্য সহায়তা বিতরনকালে উপস্হিত ছিলেন,কামার পুকুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক,সাবেক ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ, সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির (এ) সদস্য সচিব জি. এম. কবির মিঠু,জাতীয় শ্রমিক পার্টি সৈয়দপুর পৌর শাখার আহবায়ক শ্রমিক নেতা মো. মনসুর আলী, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন দিশারীর সভাপতি মো. সুমন, খন্দকার আবিদা সুলতানা ও স্বেচ্ছাসেবী মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,ডাঃ সুরত আলী বাবু করোনা প্রার্দূভাবের শুরু থেকে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচার-প্রচারনা চালানোসহ মানুষের মাঝে সাবান,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন।
খাদ্য সহায়তা বিতরনকালে ডাঃসুরত আলী বাবু “মুক্তভাষাকে”বলেন,করোনা ভাইরাস প্রার্দূভাব না কমা পর্যন্ত,আমি কর্মহীন,গরীব-অসহায় মানুষের মাঝে আমার সাধ্যমত খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রাখব। তিনি সমাজের বিত্তবানদের সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসার আহবান জানান।









