দেশে করোনা ভাইরাস সংক্রমনে গত ২৪ ঘন্টায আরো ৭ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে দেশে এযাবত মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২০৬ জন।
এ দিকে দেশে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৭০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩১৩৪ জন। মৃতদের মধ্য ২জন পুরুষ ১জন নারী।
নতুন ১৯১ জনসহ এ যাবত সুস্হ্য হয়েছে বাড়ি ফিরেছেন ২১০১ জন।
শুক্রবার আইইডিসিআর এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আইইডিসিআর থেকে বলা হয়,লকডাউন কার্যকর না হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৫৯৪১ টি জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্হ্য বিভাগ আশংকা করছে,স্বাস্হ্য বিধি না মানলে পরিস্হিতি ভয়ানক হতে পারে। তাই দেশ বাসীকে স্বাস্হ্য বিধি মেনে ঘরে থাকার আহবান জানানো হয়েছে।
Related Posts

দেশে গত ২৪ ঘন্টায আরো ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৮২ জন।
এ দিকে দেশে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৬৮৮ ...
READ MORE
"ভুলবনা পথ"
-ফয়েজ আহমেদ।
অন্তরে ছিলে তুমি
আছ হৃদয় মাঝে,
মনের গহীন কুঠিরে
আছ, মহা গৌরবে।
তোমার চেতনায় চলি
আজও দিবা নিশি
তোমার আদর্শ মেনে
জীবন চালাই আমি।
তোমার মহাদর্শ নিয়ে
গড়েছি আমার মহল,
সেখানে শুধু চলে
তোমার স্বপ্ন চলাচল।
তোমার স্বপ্নে চালাই
আমার মনের ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে করোনা ভাইরাস প্রার্দূভাবে কর্মহীন,অসহায়-গরীব মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন, উপজেলা জাতীয় পার্টির (এ) যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. সুরত আলী বাবু।
শুক্রবার বিকেলে উপজেলা কামারপুকুর ইউয়িনের ১ নং ওয়ার্ড ...
READ MORE
"খাবার দে"
-ফয়েজ আহমেদ।
দেশটা তো সামসুন
মানুষের নাই ঘুম
অফিস কাচারী বন্ধ
মাথা সবার নষ্ট।
কাজ কামাই বন্ধ
হাতে টাকা নাইতো
গরীব মানুষ রুষ্ট
খাবার কোন নাইতো।
পেটের ক্ষুধা বাড়ছে
মাথায জ্বালা উঠছে
তারাতারি খাবার দে
নইলে মাথায় বারিদে।
গরীবের এমন দশা
হয়নি আগে ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরের ধলাগাছ গ্রামে বাজারের পাশে অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পাথর ও বিটোমিন মিক্সার প্রকল্প অন্যত্র স্থানান্তরের জন্য শান্তি পুর্ন আন্দোলন পরিচালনার নিমিত্তে একটি আহবায়ক কমিটি গঠন ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুর ইসলামী ব্যাংক লকডাউন ঘোষনা করা হয়েছে। সূত্রমতে,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,সৈয়দপুর শাখার ১৩ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে একই সাথে জ্বর, স্বর্দি, কাশি ও গলা ব্যাথার লক্ষণ দেখা দেয়ায়,করোনা আক্রান্ত সন্দেহে ...
READ MORE
দেশে গত ২৪ ঘন্টায আরো ২ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৭০ জন।
এ দিকে দেশে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৫৭১ ...
READ MORE
"অপেক্ষার প্রহর"
-ফয়েজ আহমেদ।
জানি হয়ত আমাকে আর ভালবাস না। আর কোন দিন আসবেনা,ভালবাসার পরশ নিয়ে। কিন্তু তোমার ভালবাসা পাওয়ার আশায়, অপেক্ষা করব আমি। হয়ত এ অপেক্ষা, হবে অনন্তকাল। এ অপেক্ষার পালা ...
READ MORE
"ভাঙ্গা সাইকেল"
-ফয়েজ আহমেদ।
আমেরিকায় বাড়ী নিছ
সুইচ ব্যাংকতো ভরা
বেড়াও হাকায়,পাজেরো
কোথায় পাও টাকা।
রাজনীতি ধরলে যখন
ভাঙ্গা সাইকেল তখন
বসারতো জায়গা নাই
বাজারের ট্যাহা নাই।
তুমি এখন কোটিপতি
শহরে দশটা বাড়ী
বিদেশেও ব্যবসা কড়ি
আরো দেশে নজরদাড়ি।
ছেলে তোমার বিদেশে
চেকআপ কর লন্ডনে
তোমার ...
READ MORE
দেশে গত ২৪ ঘন্টায আরো ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৭৫ জন।
এ দিকে দেশে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৫৫২ ...
READ MOREকরোনায় আজ মৃত্যু ৫।।নতুন করে সনাক্ত ৬৮৮ জন
ফয়েজ আহমেদ’র কবিতা “ভুলবনা পথ”
সৈয়দপুরে খাদ্য সহায়তা দিলেন জাপা নেতা ডাঃ সুরত
ফয়েজ আহমেদ’র কবিতা “খাবার দে”
সৈয়দপুরে পাথর ও বিটোমিন প্রকল্প স্থানান্তরের দাবিতে পরিবেশ
সৈয়দপুরে ইসলামী ব্যাংক লকডাউন
করোনায় আজ মৃত্যু ২ জন,নতুন করে আরও সনাক্ত
ছোট একটা গল্প “অপেক্ষার প্রহর”
ফয়েজ আহমেদ’র কবিতা “ভাঙ্গা সাইকেল”
দেশে করোনায় মৃত্যু ৫,নতুন সনাক্ত আরো ৫৫২ জন
Spread the love