নীলফামারীর সৈয়দপুরে করোনা প্রার্দূভাবে কর্মহীন,গরীব মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন করছেন,ব্যবসায়ী ও সমাজসেবক মমিনুল ইসলাম সাগর।
শুক্রবার(১৫মে) বিকেলে উপজেলার ধলাগাছ গ্রামে মমিনুল ইসলাম সাগরের নিজস্ব অর্থায়নে দ্বিতীয় দফায় দু’শো গরীব মানুষের বাড়ীতে রান্না করা খাদ্যের প্যাকেট বিতরন করা হয়। ১ম দফায় শতাধীক বাড়ীতে চাল,ডাল,তেল আলু খাদ্য সহায়তা হিসেবে বিতরন করেছেন।
উল্লেখ্য যে,গত তিন মাস পুর্বে মমিনুল ইসলাম সাগর ব্যবসায়িক কাজে মালদ্বীপ যান। করোনা মহামারীর কারনে আন্তজার্তিক ফ্লাইট বন্ধ থাকায় তিনি দেশে ফিরতে পারছেননা। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। মমিনুল ইসলাম সাগর মোবাইল ফোনে,মুক্তভাষাকে বলেন,আমি আমার সাধ্যমত করোনা সংকট না কমা পর্যন্ত গরীব মানুষদের পাশেই থাকব।উল্লেখ্য যে,মমিনুল ইসলাম সাগর উপজেলার কামার পুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের আজিজুল হকের ছেলে।
Related Posts
মুক্ত ভাষা ১১ নভেম্বর : পার্বতীপুরের বেলাইচন্ডিতে রেল ক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার অনুমান বেলা ১২টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে ...
READ MORE
বাংলাদেশের আকাশে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে রোজা।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ শুক্রবার রাতে ...
READ MORE
দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮৩ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১০৪১ জনের দেহে ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুর ইসলামী ব্যাংক লকডাউন ঘোষনা করা হয়েছে। সূত্রমতে,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,সৈয়দপুর শাখার ১৩ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে একই সাথে জ্বর, স্বর্দি, কাশি ও গলা ব্যাথার লক্ষণ দেখা দেয়ায়,করোনা আক্রান্ত সন্দেহে ...
READ MORE
"ভুলবনা পথ"
-ফয়েজ আহমেদ।
অন্তরে ছিলে তুমি
আছ হৃদয় মাঝে,
মনের গহীন কুঠিরে
আছ, মহা গৌরবে।
তোমার চেতনায় চলি
আজও দিবা নিশি
তোমার আদর্শ মেনে
জীবন চালাই আমি।
তোমার মহাদর্শ নিয়ে
গড়েছি আমার মহল,
সেখানে শুধু চলে
তোমার স্বপ্ন চলাচল।
তোমার স্বপ্নে চালাই
আমার মনের ...
READ MORE
দেশে গত ২৪ ঘন্টায আরো ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৮২ জন।
এ দিকে দেশে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৬৮৮ ...
READ MORE
"অপেক্ষার প্রহর"
-ফয়েজ আহমেদ।
জানি হয়ত আমাকে আর ভালবাস না। আর কোন দিন আসবেনা,ভালবাসার পরশ নিয়ে। কিন্তু তোমার ভালবাসা পাওয়ার আশায়, অপেক্ষা করব আমি। হয়ত এ অপেক্ষা, হবে অনন্তকাল। এ অপেক্ষার পালা ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে করোনা ভাইরাস প্রার্দূভাবে কর্মহীন,অসহায়-গরীব মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন, উপজেলা জাতীয় পার্টির (এ) যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মো. সুরত আলী বাবু।
শুক্রবার বিকেলে উপজেলা কামারপুকুর ইউয়িনের ১ নং ওয়ার্ড ...
READ MORE
"খাবার দে"
-ফয়েজ আহমেদ।
দেশটা তো সামসুন
মানুষের নাই ঘুম
অফিস কাচারী বন্ধ
মাথা সবার নষ্ট।
কাজ কামাই বন্ধ
হাতে টাকা নাইতো
গরীব মানুষ রুষ্ট
খাবার কোন নাইতো।
পেটের ক্ষুধা বাড়ছে
মাথায জ্বালা উঠছে
তারাতারি খাবার দে
নইলে মাথায় বারিদে।
গরীবের এমন দশা
হয়নি আগে ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরের ধলাগাছ গ্রামে বাজারের পাশে অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পাথর ও বিটোমিন মিক্সার প্রকল্প অন্যত্র স্থানান্তরের জন্য শান্তি পুর্ন আন্দোলন পরিচালনার নিমিত্তে একটি আহবায়ক কমিটি গঠন ...
READ MORE
পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
আকাশে চাঁদ দেখা গেছে,শনিবার রোজা
দেশে আরও ১৪ জনের মৃত্যু,নতুন করে করোনা আক্রান্ত
সৈয়দপুরে ইসলামী ব্যাংক লকডাউন
ফয়েজ আহমেদ’র কবিতা “ভুলবনা পথ”
করোনায় আজ মৃত্যু ৫।।নতুন করে সনাক্ত ৬৮৮ জন
ছোট একটা গল্প “অপেক্ষার প্রহর”
সৈয়দপুরে খাদ্য সহায়তা দিলেন জাপা নেতা ডাঃ সুরত
ফয়েজ আহমেদ’র কবিতা “খাবার দে”
সৈয়দপুরে পাথর ও বিটোমিন প্রকল্প স্থানান্তরের দাবিতে পরিবেশ