ভীত না হয়ে আস্থা ও বিশ্বাস নিয়ে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রচেষ্টা অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, “আমি চাই আমাদের মানুষের ভেতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে। সেই বিশ্বাস, আস্থাটা ধরে রাখতে হবে। কারণ আমরা হার মানব না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণেই হতে পারে।
“কিন্তু তার জন্য মৃত্যু নিয়ে ভীত হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে… এটাতো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে।”
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলো মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। কিন্তু আবার নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অপরকেও সুরক্ষিত রাখা… সেটাও মাথায় রাখতে হবে। এটা যেন সবাই করে।”
এসএসএফের সদস্যদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
এসএসএফ সদস্যদের প্রশিক্ষণে জোর দিয়ে সরকার প্রধান বলেন, প্রশিক্ষণটা অব্যাহত রাখতে হবে। কারণ নিজেকে সুরক্ষিত করতে হলে অথবা যে ভিআইপিদের দিতে হবে সুরক্ষা তার জন্য প্রশিক্ষণ সব সময় দরকার,প্রতিনিয়ত। সেজন্য আমি যতটুকু যা সম্ভব করে দিয়েছি।”
“কাজেই তোমরা নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখ এবং ফিট রাখ,প্রশিক্ষণ অব্যাহত রাখ এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একেকজন তৈরি হবে সেটাই আমি আশা করি।”
অনুষ্ঠানে এএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো.মজিবুর রহমান স্বাগত বক্তব্য রাখার পর এসএসএফের একদিনের বেতন ও বাহিনীর তহবিল থেকে করোনাভাইরাসে আক্রান্ত ও দুস্থদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একটি চেক হস্তান্তর করেন।









