করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসি বুধবার সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, “করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ার পর টেস্ট করতে দিলে আজ সেই টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।”
“মন্ত্রী আজ এভার কেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) ভর্তি হবেন,” বলেন জনসংযোগ কর্মকর্তা।
৭০ বছর বয়সী টিপু মুনশি শারীরিকভাবে সবল আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান লতিফ বকসি।
জানা গেছে, গত ১৫ জুন সম্পূরক বাজেট পাস হওয়ার সময় অধিবেশন কক্ষে ছিলেন বাণিজ্যমন্ত্রী।
২০১৮ সালে জাতীয় সংসদের নির্বাচনে রংপুর-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযোদ্ধা টিপু মুনশি।
২০১৯ জানুয়ারিতে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা টিপু মুনশি বিজিএমইএর সাবেক সভাপতি।
টিপু মুনশি ছাড়াও মন্ত্রিসভার কয়েকজন সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের আক্রান্ত হওয়ার খবর আসে গত ৬ জুন। এরপর ১২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের আক্রান্ত হওয়ার খবর আসে।
গত ১৪ জুন রাতে বেইলি রোডের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে ওই রাতেই তার মৃত্যু হয়। পরে নমুনা পরীক্ষা করে তার করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রকোপ শুরুর ১০১তম দিনে বুধবার পর্যন্ত ৯৮ হাজার ৪৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১ হাজার ৩০৫ জন।









