নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
২০ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা পৃথক পৃথকভাবে নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
দুপুরের পর হতে প্রার্থীরা সদলবলে এসে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। ৬ জন মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের মনোনয়নপ্রাপ্ত সৈয়দপুর উপজেলা আ’লীগের সভাপতি,বিশিষ্ট পরিবহন নেতা,সৈয়দপুর পৌর সভার সাবেক মেয়র সদ্য প্রয়াত আখতার হোসেন বাদলের সহধর্মীনি রাফিকা আকতার জাহান বেবী, বিএনপি’র এ্যাড. এস এম ওবায়দুর রহমান, জাতীয় পার্টির সিদ্দিকুল ইসলাম সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ নুরুল হুদা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার ও মোঃ রবিউল ইসলাম রবি।
বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী উত্তরবঙ্গের স্বনামধন্য পরিবহণ শ্রমিক নেতা ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র সদ্য প্রয়াত আখতার হোসেন বাদলের স্ত্রী রাফিকা আকতার জাহান বেবী’র মনোনয়ন পত্র জমা দেয়ার সময় তার সাথে ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজসহ দলীয় নেতাকর্মীবৃন্দ। এর আগে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকারের পক্ষে তার মনোনয়নপত্র জমা দেন সৈয়দপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর সরকার, সদস্য সচিব ও প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন, প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, পৌর বিএনপি’র আহ্বায়ক শেখ বাবলু, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম লাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর তারিক আজিজ, গজনফর আলী মিন্টু, রুপাসহ সমর্থক নেতাকর্মীবৃন্দ।
পরে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. এস এম ওবায়দুর রহমানের পক্ষে তার প্রতিনিধি সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক সাংবাদিক শওকত হায়াৎ শাহ ও সামসুল আলম সরকার, মুহিত চৌধুরী, রিয়াজুল হক লিটন, শরিফুল ইসলামসহ সমর্থকরা উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।
সর্বশেষে জাতীয় পার্টির প্রার্থী উপজেলা কমিটির সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিক নেতাকর্মীসহ উপস্থিত হয়ে তার নিজের মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের প্রতিনিধি ও উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক জিএম কবির মিঠু, সৈয়দপুর পৌর জাপার সভাপতি বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা জাপা’র সহ-সভাপতি ডাঃ সুরত আলী বাবু, যুব সংহতির জেলা সভাপতি রওশন মাহানামা, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা আহ্বায়ক শফিউল আলম সুজন।
এর আগে ইসলামী আন্দোলনের প্রার্থী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ নুরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী মোঃ রবিউল ইসলাম রবি তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়াও সংরক্ষিত মহিলা আসনের ৫ টি পদের বিপরীতে ২১ জন এবং ১৫টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের জন্য ৯৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও সৈয়দপুর পৌর নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ ফজলুল করিম এবং সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল আলম।









