ক্লাস ফাইভ পাশ করেতে পারেননি,জমির মিয়া।এ নিয়ে তার আক্ষেপের শেষ নেই।পরীক্ষা দু’দু’বার দিয়েছেন।কিন্তু দুর্ভাগ্য জমির মিয়ার।দু’দুবারেই ফেল।কি আর করা।অগত্যা রাগ করে পড়াশোনা ছেড়ে দেন জমির মিয়া।কাজ নেন,একটি রাজনৈতিক দলের অফিসে।অফিস খোলা,বন্ধ করা সহ পয়-পরিষ্কার করার কাজ করেন জমির মিয়া। এক কথায় পিয়ন, কাম পরিচ্ছন্নতা কর্মী। অনেক সময় নোটিশ জারীর কাজও করেন। এভাবে কেটে যায় জমির মিয়ার দিন।
নেতাদের মিছিল-মিটিং সহ অন্যান্য কাজের সময় কাছা-কাছি থাকেন জমির মিয়া। আর এভাবে নেতাদের অনেকটা পাশে থাকাতে রাজনীতির অনেক কলা-কৌশল রপ্ত করে ফেলেছেন জমির মিয়া। এক সময় যুব নেতাদের ম্যানেজ করে হাতিয়ে নেন,উপজেলা যুব কমিটির সম্পাদক মন্ডলীর গুরুত্বপূর্ন পদ।ছেড়ে দেন পিয়নের কাজ। তাছাড়া নেতার কি আর পিয়নের কাজ শোভা পায় ? তিনি তো এখন পুরোদস্তর একজন যুব নেতা।
এভাবেই শুরু হয় জমির মিয়ার রাজনৈতিক উন্থান।পর্যায়ক্রমে জমির মিয়া বাগিয়ে নেন, মুল দলের সদস্য পদ। নিজের একটা সমর্থক গোষ্ঠীও তৈরী করে ফেলেন। ফলে পরের কাউন্সিলে হয়ে যান দলের যুগ্ম সাধারণ সম্পাদক। জমির মিয়া এক সময়ে পিয়ন ছিলেন,তা রাজনৈতিক খোলসে ঢাকা পড়ে যায়। তাছাড়া জমির মিয়া নিজেও ভুলে গেছেন, কখন সে দলীয় অফিসে পিয়নের চাকুরী করেছেন। সে এখন একজন মস্ত নেতা। তাকে ছাড়া দলীয় কোন সিদ্ধান্ত গ্রহন সম্ভব হয়না।
জমির মিয়া’র সবচেয়ে বড় গুন,ভাল বক্তৃতা করতে পারেন। জমির মিয়া যখন বক্তৃতা করেন, মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন। সুমশান নিরবতার সৃষ্টি হয় সভাস্থলে। তাই প্রতিটা কর্মসুচিতে জমির মিয়ার গুরুত্ব সর্বাগ্রে। জমির মিয়ার সমর্থক গোষ্ঠী ইতিমধ্যে আরো বড়-সড় হয়ে গেছে। তার সমর্থক গোষ্ঠী এখন খুব শক্তিশালী। তারা শুধু মাত্র জমির মিয়ার নির্দেশের অপেক্ষায় থাকেন। জমির মিয়ার নির্দেশ পেলে, সব করতে পারেন। রাখতে পারেন জীবনবাজী।
এদিকে রাজনীতির ছলা-কলা,কৌশল প্রয়োগ করে জমির মিয়া এখন ধণশালী বিত্তবান একজন মানুষ। করেছেন বাড়ী,গাড়ী,হরেক রকম ব্যবসা-পাতি।অনেক নেতাই এখন জমির মিয়ার নিকট দীক্ষা নেন। পদ-পদবিও জোটে জমির মিয়ার বদৌলতে। যুগ্ম সম্পাদক হলেও, জমির মিয়া এখন দলের কান্ডারী। কৌশলগত কারনে জমির মিয়া আগে দলের সভাপতি বা সম্পাদকের পদে আসীন হননি। তবে আগামী কাউন্সিলে তিনি সভাপতি পদে আসীন হবেন। এমন সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে ফেলেছেন।
জমির মিয়া আরও ভাবেন,এবার তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদটি বাগিয়ে নিবেন। জমির মিয়ার সমর্থক গোষ্ঠী বিপুল প্রচারণা শুরু করে দেন। নির্ধারিত দিনে কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্ডিতায় সভাপতি মনোনীত হন জমির মিয়া। আর কে পায়। খেলা শুরু জমির মিয়ার। দলে তিনি এখন সর্বেসবা। টেন্ডারবাজী,চাঁদাবাজি,জমি দখল এখন জমির মিয়ার বাম হাতের খেল। আরও আছে বিশাল তদ্বির বাণিজ্য।
জমির মিয়ার আগ্রাসনে, এখন সবাই জিম্মি। এদিকে জেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীও মনোনীত হন জমির মিয়া। টাকার ঝড় তুলে অপজিশন দলের বাঘা অনেক প্রার্থীকে পরাজিত করে জেলা পরিষদ চেয়াম্যান পদও করায়ত্ব করেন জমির মিয়া। সব মিলে জেলার এখন অপ্রতিদ্বন্ডী একজন নেতা। আগামী দিনে সংসদে প্রতিনিধিত্ব করবেন, এমন স্বপ্নে বিভোর এখন জমির মিয়া।
জমির মিয়া বিশ্বাস করেন,তার বর্তমান অবস্থা আর হাতে থাকা অগণিত কালো টাকা তাকে অবশ্যই সংসদে নিয়ে যাবেন। এদিকে জমির মিয়ার সমর্থক গোষ্ঠী আছেন, বেজায় মোজে। জমির মিয়ার ক্ষমতা আর টাকার গরমে তারা উদাসীন। চলা-ফেরা দাপট আর গরমে তারা নিজেরাই অস্থির । তাদের কাছে,জমির মিয়া মানেই জেলায় আর কোন বিকল্প নেতা নেই। জমির মিয়ার সমর্থক গোষ্ঠীর মতে, জমির মিয়ার রাশ, চলবে আদি-অনন্তকাল।
Related Posts

নীলফামারীর সৈয়দপুরে চোর সন্দেহে অজ্ঞাতনামা একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার বোতলাগাড়ি বালাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।।
জানা গেছে,শনিবার গভীর রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিমবালা পাড়ার হোসেইন আলী (৬০) নামের একজনের বাড়িতে ...
READ MORE
আমরিুল হক আরমান:নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কোর্য়াটার দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে। শহরের বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ হোসনে এ নির্মান কাজ করছেন বলে জানা যায়। তবে ব্যবসায়ী ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে নৈশ কোচের ধাক্কায় ইজিবাইক চালকসহ ৩জন নিহত হয়েছে। শুক্রবার ভোর ৬ টার দিকে সৈয়দপুর- নীলফামারী মহা সড়কের ওয়াপদা গেটের সামনে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী অভিমুখে যাওয়ার সময় ...
READ MORE
নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।
তিনি পেয়েছেন ১১৩ ভোট। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দি এ্যাডভোকেট আব্দুল ওহাব চৌধুরী ...
READ MORE
সৈয়দপুরে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সংবাদকর্মীদের হাতে পিপিই তুলে দিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারমান মোখছেদুল মোমিন। বৃহস্পতিবার সন্ধ্যায় রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার কার্যালয়ে ওই পিপিই ...
READ MORE
গাইবান্ধা জেলায় করোনা ভাইরাসের সংক্রমন রোধে অনির্দিষ্টকালের জন্য পুরো জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টা থেকে এই আদেশ কার্যকর হবে বলে ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশকে পিপিই দিলেন সৈয়দপু উপজেলা আ'লীগের সভাপতি,সাবেক মেয়র,পরিবহন নেতা আখতার হোসেন বাদল।
বুধবার রাতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান এর কার্যালে তিনি ওই পিপিই তুলে দেন। ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্প নগরীর আমিনুল প্লাউড ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে আগুনে ফ্যাক্টরীর মূল্যবান মেশিন ও কাঁচামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে বাাংলাদেশ কৃষক লীগ উপজেলা শাখার ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “সুখী কৃষক সুখী দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে শুক্রবার (২১ জানুয়ারী) ওই ...
READ MORE
সিরাজ গঞ্জে বঙ্গ বন্ধু সেতু সংযোগ সড়কে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হযেছেন আরও অন্তত ৩০ জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, বৃহস্পতিবার বেলা ...
READ MOREসৈয়দপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা।
সৈয়দপুরে রেলওয়ে কোয়াটার দখল করে বহুতল ভবন নির্মানের
সৈয়দপুরে নৈশ কোচের ধাক্কায় ৩জন নিহত
নীলফামারী জেলা আইনজীবি সমিতির নির্বাচনে মমতাজুল সভাপতি, আলফারুক
সৈয়দপুরে সাংবাদিকদের পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন
গাইবান্ধা জেলা লকডাউন ঘোষনা
সৈয়দপুর থানা পুলিশকে পিপিই দিলেন আখতার হোসেন বাদল
সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে অগ্নিকান্ড
সৈদপুরে কৃষক লীগের সভাপতি সবুর,সম্পাদক নূরুল আমিন
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত