নীলফামারীর সৈয়দপুরে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই স্কুল শিক্ষক আব্দুল বাতেনকে ফাঁসাতে গিয়ে নিজেই এখন হাজতবাসে আছেন উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সিরাজুল ইসলাম প্রামানিকের ছেলে মোঃ আজিজুল হক মিলন।গত ২৯ মে রবিবার রাত সাড়ে আটটার দিকে আজিজুল হক মিলন উপজেলার সৈয়দপুর শহরের কয়া মিস্ত্রিপাড়া বসুনিয়া মোড়ে স্কুল শিক্ষক আঃ বাতেন এর কাপড়ের দোকানের সামনে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার হন। র্যাব ওইদিন রাতেই আজিজুল হককে সৈয়দপুর থানায় সোপর্দ করেন। সৈয়দপুর থানার মামলা নং-
আব্দুল বাতেন জানান,আমাদের পারিবারিক জোত-জমার বিরোধকে কেন্দ্র করে আজিজুল হক মিলন আমাকে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট দিয়ে ফাঁসানোর প্রচেষ্টা চালায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী র্যাব এর নিখুত অভিযানে মিলনের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
বুধবার (৮মে) দৈনিক মুক্তভাষা অফিসে এক সংবাদ সম্মেলনে বোতলাগাড়ি আদর্শ বালিকা নিকেতন স্কুলের সহকারি শিক্ষক আব্দুল বাতেন এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন,আমি পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি আমি কয়া মিস্ত্রিপাড়া বসুনিয়া মোড়ে একটি ভাড়া দোকানে কাপড় ব্যবসা করে আসছি।
প্রতিদিন বিকেল থেকে রাত ন’টা,দশটা পর্যন্ত দোকান পরিচালনা করি। আমাদের পৈত্রিক সম্পতি ওই আজিজুল হক মিলনগংরা জোরপূর্বক দখল করে আত্মসাৎ করার প্রচেষ্টা চালিয়ে আসছে। ইতিপূর্বে তারা একাধিকবার আমাদের জোত-জমা দখলের প্রচেষ্টা চালিয়েছে।
কিন্তু আমরা বাধা প্রদান করায় তারা জোত-জমা দখল করতে পারেনি। তাই আমাকে নিষিদ্ধ মাদক মামলায় ফাঁসিয়ে আমাদের জোত-জমা দখল করার অভিপ্রায়ে সে আমার দোকানে নিষিদ্ধ ট্যাপেন্ডাল ট্যাবলেট রাখার চেষ্টা চালায়। কিন্তু ওই সময়ে র্যার সদস্যরা টের পেয়ে আমার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। আজিজুল হক মিলন আমার দোকানে ওই ট্যাবলেট রেখে আমাকে ফাঁসানোর প্রচেষ্টা চালিয়েছিল।
সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন আরও বলেন,আজিজুল হক মিলন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় নিয়োজিত। তার একটি সংঘবদ্ধ দল আছে। মিলন ও তার দল পরিকল্পনা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করে। আজিজুল হক মিলন জেলহাজতে থাকায় তার সাঙ্গ-পাঙ্গরা এখন আমাকে ফাঁসানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। তাদের এমন আচরনে বর্তমানে আমি পরিবারসহ নিরাপত্তা হীনতায় ভুগছি। আব্দুল বাতেন আরও বলেন,আজিজুল হক মিলনের সাথে আর যারা ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের কেও তদন্তপুর্বক আইনের আওতায় আনতে হবে, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট এ দাবী জানাচ্ছি।
উল্লেখ্য যে, গত ২৯ মে রবিবার সন্ধ্যার পর আজিজুল হক মিলন নিষিদ্ধ ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্কুল শিক্ষক আব্দুল বাতেন এর কাপড়ের দোকানের সামনে র্যাবের হাতে গ্রেফতার হন। ওই নিষিদ্ধ ট্যাবলেট সে আব্দুল বাতেন এর দোকানে রেখে তাকে (আঃ বাতেন) ফাঁসানোর ষড়যন্ত্র করেছিল। কিন্তু বিধি বাম। নিজেই র্যাবের হাতে ধরা পরে এখন হাজত বাসে আছেন আজিজুল হক মিলন।
Related Posts

সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ মিলেছে।
এসএমসি’র সদস্যদেরকে পাশ কাটিয়ে প্রধান শিক্ষক ও সভাপতি বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম করে থাকেন বলে জানা গেছে।
নাম প্রকাশ ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে করোনা প্রার্দূভাবে কর্মহীন গরীব-অসহায় মানুষের দ্বারে দ্বারে খাদ্য সহায়তা নিয়ে প্রতিদিন ছুটে চলছেন,কামারপুকুর ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক,সাবেক ইউপি চেয়ারম্যান,জিকো আহমেদ।
করোনা প্রার্দূভাবের শুর থেকেই তিনি কামার পুকুর ইউনিয়নের প্রতিটি ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।
সাজাপ্রাপ্ত পলাতক ওই আসামীর নাম ইমতিয়াজ(২৮) ।সে সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়া সুইপার পট্রির নেসার উদ্দিনের ছেলে।
গোপন ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে অনলাইন নেট টিভির আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।রবিবার ১৯ জুলাই উপজেলা পরিষদ রোডে নেট টিভির নিজস্ব কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় সমস্যা ও সমাধানের পথ খুজে পেতে "সোজা ...
READ MORE
সৈয়দপুরের মতির মোড়ে ভয়াভহ অগ্নিকান্ডে মালামালসহ পুড়ে ভস্মিভূত দোকান ঘড়গুলো পরিদর্শন করলেন সৈয়দপুর উপজেলা আ'লীগের সভাপতি,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
শুক্রবার সকালে তিনি ধলাগাছ এলাকার আ'লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে ...
READ MORE
নীলফামারী জেলার সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট বরকতুল্লাহ সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সমস্ত কাগজ পত্র ও হেলমেট বহন করার পরও একজন চালকের বিরুদ্ধে হয়রানি মুলক মিথ্যা মামলা(কেস সিলিপ) দায়ের করার ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে ডাকাত সর্দ্দারসহ ৮ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের সহযোগীতায় তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকষ টিম শনিবার সৈয়দপুরের মিস্ত্রীপাড়ায় অভিযান চালিয়ে দলের সর্দ্দার সহ ৮ ডাকাত ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরেে পুলিশই জনতা আর জনতাই পুলিশ এই হৃদয়ের বন্ধন তৈরি করতে ৫নং খাতামধুপুর ইউনিয়নের সর্ব-সাধারনের সাথে এক উঠান বৈঠকের আয়োজন করে সৈয়দপুর থানাা পুলিশ । শনিবার সৈয়দপুর থানা কতৃক ...
READ MORE
চতুর্দিকে বিল বেষ্টিত এক পাড়াগাঁ বিলপৌলী”। গ্রামের মানুষগুলির উচ্চ শিক্ষার হার হাতে গোনা। চিন্তায়, চেতনায়, ধর্মীয় আচার রীতিনীতিতে বিংশ শতাব্দীতেও বেশ পিছিয়ে এখানকার জনপদ।
আর এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে ...
READ MORE
নীলফামারীর সৈয়দপুরে রেল কোয়াটার অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মান করা বিষয়ে দায়িদের বিরুদ্ধে এখনও কোন এজাহার দায়ের করেননি রেল কতৃপক্ষ।
এ বিষয়ে একটি সুত্র মতে, মোটা টাকার বিনিময়ে বহুতল ভবন ...
READ MOREসৈয়দপুরের লক্ষণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ
সৈয়দপুরে কর্মহীনদের দ্বারে খাদ্য সহায়তা নিয়ে ছুটছেন ইউনিয়ন
সৈয়দপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সৈয়দপুরে নেট টিভির আনুষ্ঠানিক উদ্বোধন।
সৈয়দপুরের মতির মোড়ে অগ্নিকান্ডে ভস্মিভূত দোকান পরিদর্শন করলেন,উপজেলা
নীলফামারীতে ট্রাফিক পুলিশের সার্জেন্ট বরকতুল্লাহ সাংবাদিকের বিরুদ্ধে দিলেন
সৈয়দপুরে ৮ ডাকাত গ্রেফতার
পুলিশের উঠান বৈঠক কার্য্যক্রম আইন শৃঙ্খলা পরিস্হিতির
দৌলতপুরে ওয়াকফ্ এষ্টেট এর জমি আত্মসাতের চেষ্টা।
সৈয়দপুরে রেল ভূমিতে ভবন নির্মান ঘটনায় মামলা হয়নি,তারকা